পাঠকের আঙিনায় একুশের বইমেলা
ফেব্রুয়ারির বাতাস মানেই বইয়ের ঘ্রাণ, বাঙালির প্রাণের উৎসব—অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়ে থাকা রঙিন স্টল, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, প্রিয় লেখকদের সঙ্গে আড্ডা; সব মিলিয়ে এটি শুধু একটি বইমেলা নয়, বরং বাঙালির সংস্কৃতি ও সৃজনশীলতার এক বিরাট সম্মিলন।