শিক্ষা ডেস্ক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক উৎসবমুখর আয়োজন করেছে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ভিএসএ)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীনবরণ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এনএসভিএম অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং এএনএসিভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সাল কবির।
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় নবীনদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে। উপাচার্য শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘একজন ভেটেরিনারিয়ান হিসেবে আমি গর্বিত। চিকিৎসা ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের অবদান অনস্বীকার্য। ভ্যাক্সিন আবিষ্কারসহ নানা ক্ষেত্রে আমাদের গুরুত্ব অপরিসীম।’
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভিএসএ আমাদের পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।’
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশে বলেন, ‘যেখানে মানবতা শেষ, সেখান থেকে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু। তারা শুধু রোগীর ব্যথা শুনতে পান না, বরং অনুভব করেন।’
ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিল্টন তালুকদার বলেন, ‘ভিএসএ নবীনদের বরণ করতে পেরে আনন্দিত। আমাদের এই সংগঠন ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে কাজ করবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ‘এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস, এখানকার শিক্ষার্থীরা সব সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।’
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য এস এম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের দিকনির্দেশনা দেন।
উৎসবমুখর এই নবীনবরণ অনুষ্ঠান রাত ৮টায় শেষ হয়। ভেটেরিনারি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা রেখে এই আয়োজন ভিএসএর আরেকটি সফল উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে রইল।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক উৎসবমুখর আয়োজন করেছে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ভিএসএ)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীনবরণ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এনএসভিএম অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং এএনএসিভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সাল কবির।
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় নবীনদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে। উপাচার্য শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘একজন ভেটেরিনারিয়ান হিসেবে আমি গর্বিত। চিকিৎসা ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের অবদান অনস্বীকার্য। ভ্যাক্সিন আবিষ্কারসহ নানা ক্ষেত্রে আমাদের গুরুত্ব অপরিসীম।’
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভিএসএ আমাদের পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।’
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশে বলেন, ‘যেখানে মানবতা শেষ, সেখান থেকে ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু। তারা শুধু রোগীর ব্যথা শুনতে পান না, বরং অনুভব করেন।’
ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিল্টন তালুকদার বলেন, ‘ভিএসএ নবীনদের বরণ করতে পেরে আনন্দিত। আমাদের এই সংগঠন ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে কাজ করবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ‘এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস, এখানকার শিক্ষার্থীরা সব সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।’
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য এস এম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের দিকনির্দেশনা দেন।
উৎসবমুখর এই নবীনবরণ অনুষ্ঠান রাত ৮টায় শেষ হয়। ভেটেরিনারি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা রেখে এই আয়োজন ভিএসএর আরেকটি সফল উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে রইল।
থাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৮ ঘণ্টা আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
৮ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগে