ইলিয়াস শান্ত, ঢাকা
ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগে গত শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিভাগটির প্রথম অ্যালামনাই পুনর্মিলনী ২০২৫। সময়ের পরিক্রমায় যে বন্ধন কিছুটা শিথিল হয়ে পড়েছিল, সেই সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর এক অনবদ্য প্রয়াস দেখা গেল এই আয়োজনে।
১৯৯৮ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ চত্বর যেন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও পুরোনো প্রাঙ্গণকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।
সকালের সূর্য যখন ক্যাম্পাসের আকাশে উঁকি দিচ্ছে, ঠিক তখনই শুরু হয় এই অনুষ্ঠান। উদ্বোধন করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার; যিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।
উদ্বোধনের পরপরই কলেজের অডিটরিয়াম-১ এ অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে উঠে আসে সমাজকর্ম বিভাগের অতীত সাফল্য, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের স্বপ্ন। বিভাগীয় চেয়ারম্যান শারমিন নাহার বলেন, ‘আজকের এই আয়োজন শুধুই একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবে। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।’
বেলা ৩টা থেকে শুরু হয় দিনটির বহুল প্রত্যাশিত আয়োজন—সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বিশেষ আকর্ষণ ছিল সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের গঠিত ব্যান্ড দল ‘অমূলক’। তাদের সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে দর্শকদের চমকে দেয় চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল ইসলাম নাঈমের জাদু প্রদর্শনী।
নেতৃত্বে নতুন প্রজন্ম
এই দিনেই গঠিত হয় সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন ৯৮-৯৯ ব্যাচের ফারহানা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ০১-০২ ব্যাচের হাসান মো. তৌফিক ইমাম।
দিনব্যাপী আনন্দ-উল্লাস শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে র্যাফল ড্রয়ের মধ্য দিয়ে। আনন্দ, হাসি আর আবেগের মেলবন্ধনে ভরপুর এই দিন হয়ে থাকবে স্মরণীয়।
ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগে গত শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিভাগটির প্রথম অ্যালামনাই পুনর্মিলনী ২০২৫। সময়ের পরিক্রমায় যে বন্ধন কিছুটা শিথিল হয়ে পড়েছিল, সেই সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর এক অনবদ্য প্রয়াস দেখা গেল এই আয়োজনে।
১৯৯৮ সাল থেকে শুরু করে ২০২৫ সালের ব্যাচ পর্যন্ত বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ চত্বর যেন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত মিলনমেলায়। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও পুরোনো প্রাঙ্গণকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।
সকালের সূর্য যখন ক্যাম্পাসের আকাশে উঁকি দিচ্ছে, ঠিক তখনই শুরু হয় এই অনুষ্ঠান। উদ্বোধন করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সায়েদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার; যিনি অনুষ্ঠানটির সভাপতিত্বও করেন।
উদ্বোধনের পরপরই কলেজের অডিটরিয়াম-১ এ অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে উঠে আসে সমাজকর্ম বিভাগের অতীত সাফল্য, বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের স্বপ্ন। বিভাগীয় চেয়ারম্যান শারমিন নাহার বলেন, ‘আজকের এই আয়োজন শুধুই একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবে। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেটাই আমাদের প্রত্যাশা।’
বেলা ৩টা থেকে শুরু হয় দিনটির বহুল প্রত্যাশিত আয়োজন—সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বিশেষ আকর্ষণ ছিল সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের গঠিত ব্যান্ড দল ‘অমূলক’। তাদের সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে দর্শকদের চমকে দেয় চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল ইসলাম নাঈমের জাদু প্রদর্শনী।
নেতৃত্বে নতুন প্রজন্ম
এই দিনেই গঠিত হয় সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন ৯৮-৯৯ ব্যাচের ফারহানা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ০১-০২ ব্যাচের হাসান মো. তৌফিক ইমাম।
দিনব্যাপী আনন্দ-উল্লাস শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে র্যাফল ড্রয়ের মধ্য দিয়ে। আনন্দ, হাসি আর আবেগের মেলবন্ধনে ভরপুর এই দিন হয়ে থাকবে স্মরণীয়।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
৫ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে