Ajker Patrika

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত

ঢাকার উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ফল-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থী পরিচিতি পর্ব। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা এই আয়োজনে যোগ দেন। 

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির মিশন, ভিশন, একাডেমিক নিয়ম, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, আইটি, সোসাইটি অ্যাক্টিভিটি, পরিবহন ব্যবস্থা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ভিডিও চিত্র দেখানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়। 

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরী এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. শহীদুল্লাহ মিয়া সহ বিভিন্ন শিক্ষকেরা। 

এ ছাড়া নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুলতান মঈন আহমেদ এবং অ্যালামনাই এবং ব্র্যাক নেট লিমিটেডের ইমার্জিং টেকনোলজির প্রধান মো. ইউসুফ আলী ইমন। 

উপাচার্য অধ্যাপক আব্দুর রব বলেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইউবিএটি নিজেদের সেরা প্রমাণ করে এসেছে। তারই ধারাবাহিকতায় দেশের সেরা মেধাবীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আপ্রাণ চেষ্টা করে আইইউবিএটি। আশা করি আইইউবিএটির এই চেষ্টা তোমরা বৃথা যেতে দেবে না।’ 

অনুষ্ঠানে সব বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষকেরা, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিচয় পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সম্প্রতি ছয়টি অনুষদের অধীনে ১০টি স্নাতক ও চারটি সম্মান কোর্সে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত