Ajker Patrika

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল মিডিয়া লিটারেসি সপ্তাহ উদ্‌যাপিত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২: ৩৮
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল মিডিয়া লিটারেসি সপ্তাহ উদ্‌যাপিত। ছবি: সংগৃহীত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল মিডিয়া লিটারেসি সপ্তাহ উদ্‌যাপিত। ছবি: সংগৃহীত

বিভিন্ন আয়োজনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ উদ্‌যাপন করা হয়েছে। গত ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ ও ইউনেসকো ঢাকা অফিস এই সপ্তাহ উদ্‌যাপন করেছে।

গ্লোবাল মিডিয়া লিটারেসি সপ্তাহে আয়োজনের মধ্যে ছিল ক্যাম্পাসে এবং অনলাইন প্ল্যাটফরমে মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি বাড়ানোর জন্য সচেতনতা তৈরি, প্রচারণা, র‍্যালি, সেমিনার ইত্যাদি।

বিভিন্ন সেশনে ভাগ করা এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য খলিলুর রহমান, উপাচার্য শামস রহমান, উপ-উপাচার্য এম আশিক মোসাদ্দিক, ইউনেসকো কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুজান ভাইজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন দিলারা বেগম এবং ইউনেসকো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রধান নূরে জান্নাত প্রমা।

বক্তৃতায় অতিথি বলেন, আমাদের চারপাশের ডিজিটাল স্পেসে ছড়িয়ে থাকা তথ্য সমুদ্র থেকে মিথ্যা তথ্য, ভুয়া তথ্য, অপতথ্য থেকে নিজের দরকারি সঠিক তথ্য খুঁজে পেতে মিডিয়া লিটারেসির ওপর জোর দিতে হবে। এর জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত