শিক্ষা ডেস্ক
রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামিমা ইয়াসমিন। এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈনিক আজকের পত্রিকা।
পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কলেজের অডিটোরিয়াম-১ এ আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর বেলা ৩টায় আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ-গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের গানের ব্যান্ড অমূলোকের সংগীত পরিবেশনা। অমূলোক ব্যান্ডের ভোকাল রাইসুল ও শাখাওয়াত বিভিন্ন জনপ্রিয় সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। এছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল ইসলাম নাঈম জাদু দেখিয়ে সবাইকে মূগ্ধ করেন। র্যাফেল ড্রয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শেষ হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান শারমিন নাহার বলেন, সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করবো, এমন আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের অনুষ্ঠান আমাদের প্রবীন-নবীন শিক্ষার্থীদের মাঝে একটা মেলবন্ধন তৈরি হবে।
প্রথমবারের মতো আয়োজিত এ পুনর্মিলনীতে আগামী ১ বছরের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয় ৯৮-৯৯ ব্যাচের ছাত্রী ফারহানা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক করা হয় ০১-০২ ব্যাচের ছাত্র হাসান মো. তৌফিক ইমামকে।
রাজধানীর তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮-২০২৫ সালের ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামিমা ইয়াসমিন। এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈনিক আজকের পত্রিকা।
পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য নূর নবী আল মাহমুদ, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদা আক্তার, ড. এ এইচ এম এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শারমিন নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কলেজের অডিটোরিয়াম-১ এ আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর বেলা ৩টায় আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ-গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থীদের গানের ব্যান্ড অমূলোকের সংগীত পরিবেশনা। অমূলোক ব্যান্ডের ভোকাল রাইসুল ও শাখাওয়াত বিভিন্ন জনপ্রিয় সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। এছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল ইসলাম নাঈম জাদু দেখিয়ে সবাইকে মূগ্ধ করেন। র্যাফেল ড্রয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শেষ হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান শারমিন নাহার বলেন, সমাজকর্ম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করবো, এমন আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের অনুষ্ঠান আমাদের প্রবীন-নবীন শিক্ষার্থীদের মাঝে একটা মেলবন্ধন তৈরি হবে।
প্রথমবারের মতো আয়োজিত এ পুনর্মিলনীতে আগামী ১ বছরের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয় ৯৮-৯৯ ব্যাচের ছাত্রী ফারহানা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক করা হয় ০১-০২ ব্যাচের ছাত্র হাসান মো. তৌফিক ইমামকে।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
৫ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে