ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সহিংসতায় সাধারণ মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ২০ লাখের বেশি গাজার অধিবাসী ও জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশের বেশি মানুষ নিজের আবাস থেকে জোরপূর্বক বিতাড়িত হয়েছে।
চলমান সহিংসতায় সাধারণ মানুষের ওপর দুর্ভোগের পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভারন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিস (সিপিএস) গতকাল মঙ্গলবার ‘জেনোসাইড ইন গাজা’ শীর্ষক সিপিএস টকের আয়োজন করে।
অনুষ্ঠান সরাসরি সিপিএসের ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচার করা হয়। এই আলোচনার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের আওয়াজ তুলে ধরা এবং শান্তি ও ন্যায়ের ওপর বিশ্বব্যাপী সচেতনতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার আদনান আলহাজ শাকের। ফিলিস্তিনি চিন্তাবিদ আব্দুল আজিজ মাহমুদ আবুএলেয়ান, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন এসকে তৌফিক এম হক এবং সিপিএসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আব্দুল ওয়াহাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইশরাত জাকিয়া সুলতানা আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন।
ইঞ্জিনিয়ার আদনান আলহাজ শাকের বক্তব্যের শুরুতে গাজায় অমানবিক পরিস্থিতির পেছনে মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর মধ্যের বিচ্ছিন্নতাকে দায়ী করেন। তিনি ওয়ার্ল্ড জাওনিস্ট ওয়ারগ্যনাইজেশনের উৎপত্তি এবং ব্রিটেনের প্রচারমূলক কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরেন। সবশেষে তিনি ফিলিস্তিনিদের অধিকার সুরক্ষায় এবং ন্যায় প্রতিষ্ঠায় ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান।
আব্দুল আজিজ মাহমুদ আবুএলেয়ান ফিলিস্তিনের গাজার শিক্ষার্থীদের কথা উল্লেখ করে বলেন, ‘এই শিক্ষার্থীরা নিজভূমে ফিরে আসার কোনো আশা ছাড়াই গাজা থেকে অন্যত্র গমন করেন। গাজায় বর্তমান পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, জীবনরক্ষাকারী প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্যের সংকট দেখা দিয়েছে। চলমান সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।’
এসকে তৌফিক এম হক নর্থ সাউথ ইউনিভার্সিটির দেওয়া আগামী বছর থেকে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির কথা স্মরণ করিয়ে দেন। এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ইতিপূর্বে এনএসইউতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০টি বৃত্তির ঘোষণা দেন। এ ছাড়া এনএসইউতে ফিলিস্তিনি শিক্ষকদের নিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তিনি ব্যক্ত করেন।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সংস্থা, দূতাবাস, মিডিয়া আউটলেট এবং বিভিন্ন সংস্থার অংশগ্রহণকারীরা সরাসরি এবং অনলাইনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এনএসইউ এবং এসআইপিজির সদস্যরাও এই সেমিনারে উপস্থিত ছিলেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ মতামত দেন।
ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সহিংসতায় সাধারণ মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ২০ লাখের বেশি গাজার অধিবাসী ও জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশের বেশি মানুষ নিজের আবাস থেকে জোরপূর্বক বিতাড়িত হয়েছে।
চলমান সহিংসতায় সাধারণ মানুষের ওপর দুর্ভোগের পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভারন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিস (সিপিএস) গতকাল মঙ্গলবার ‘জেনোসাইড ইন গাজা’ শীর্ষক সিপিএস টকের আয়োজন করে।
অনুষ্ঠান সরাসরি সিপিএসের ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচার করা হয়। এই আলোচনার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের আওয়াজ তুলে ধরা এবং শান্তি ও ন্যায়ের ওপর বিশ্বব্যাপী সচেতনতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার আদনান আলহাজ শাকের। ফিলিস্তিনি চিন্তাবিদ আব্দুল আজিজ মাহমুদ আবুএলেয়ান, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন এসকে তৌফিক এম হক এবং সিপিএসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আব্দুল ওয়াহাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইশরাত জাকিয়া সুলতানা আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন।
ইঞ্জিনিয়ার আদনান আলহাজ শাকের বক্তব্যের শুরুতে গাজায় অমানবিক পরিস্থিতির পেছনে মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর মধ্যের বিচ্ছিন্নতাকে দায়ী করেন। তিনি ওয়ার্ল্ড জাওনিস্ট ওয়ারগ্যনাইজেশনের উৎপত্তি এবং ব্রিটেনের প্রচারমূলক কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরেন। সবশেষে তিনি ফিলিস্তিনিদের অধিকার সুরক্ষায় এবং ন্যায় প্রতিষ্ঠায় ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান।
আব্দুল আজিজ মাহমুদ আবুএলেয়ান ফিলিস্তিনের গাজার শিক্ষার্থীদের কথা উল্লেখ করে বলেন, ‘এই শিক্ষার্থীরা নিজভূমে ফিরে আসার কোনো আশা ছাড়াই গাজা থেকে অন্যত্র গমন করেন। গাজায় বর্তমান পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, জীবনরক্ষাকারী প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্যের সংকট দেখা দিয়েছে। চলমান সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।’
এসকে তৌফিক এম হক নর্থ সাউথ ইউনিভার্সিটির দেওয়া আগামী বছর থেকে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির কথা স্মরণ করিয়ে দেন। এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ইতিপূর্বে এনএসইউতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ১০টি বৃত্তির ঘোষণা দেন। এ ছাড়া এনএসইউতে ফিলিস্তিনি শিক্ষকদের নিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তিনি ব্যক্ত করেন।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সংস্থা, দূতাবাস, মিডিয়া আউটলেট এবং বিভিন্ন সংস্থার অংশগ্রহণকারীরা সরাসরি এবং অনলাইনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এনএসইউ এবং এসআইপিজির সদস্যরাও এই সেমিনারে উপস্থিত ছিলেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ মতামত দেন।
মিথ্যা প্রচারণা না চালিয়ে রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডাকসু নির্বাচনে দলটির ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ শুক্রবার শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়কালে এ কথা
৩১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে চলছে ব্যাপক তোড়জোড়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে জমা পড়েছে মোট ৫০৯টি মনোনয়নপত্র।
১৫ ঘণ্টা আগেশিক্ষার্থীরা একটি সুন্দর বিশ্ববিদ্যালয় পাবে, যেখানে কোনো ভয়-ডরের পরিবেশ থাকবে না। নির্বাচিত হলে এমন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়তে কাজ করবেন বিন ইয়ামিন মোল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে তিনি ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী।
১৬ ঘণ্টা আগেক্যাম্পাসে রাজনীতিতে সহাবস্থান ও সম্প্রীতির নমুনা তৈরি করতে চান ইয়াসিন আরাফাত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন তিনি। ইসলামী ছাত্র আন্দোলন এই প্যানেল দিয়েছে।
১৬ ঘণ্টা আগে