Ajker Patrika

মিথ্যা প্রচারণা না চালানোর আহ্বান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৬: ৪৯
শুক্রবার শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে প্রচারণা চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল। ছবি: আজকের পত্রিকা।
শুক্রবার শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে প্রচারণা চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল। ছবি: আজকের পত্রিকা।

মিথ্যা প্রচারণা না চালিয়ে রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডাকসু নির্বাচনে দলটির ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ শুক্রবার শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়কালে এ কথা বলেন তিনি।

আবিদুল আরও বলেন, নানা বিষয় নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

এ ব্যাপারে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শুক্রবার শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে প্রচারণা চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল। ছবি: আজকের পত্রিকা।
শুক্রবার শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে প্রচারণা চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল। ছবি: আজকের পত্রিকা।

এর আগে গতকাল মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ আবাসিক রূপান্তর করতে কাজ করব এবং সেদিকে ফোকাস করা হবে। হলগুলোতে গণরুম, গেস্টরুম কালচার (সংস্কৃতি) চিরতরে দূর করব। শিক্ষার্থীরা মানসিক প্রশান্তি নিয়ে বসবাস করতে পারে, তা নিয়ে আমরা কাজ করতে চাই। এ ছাড়া শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পরিপূর্ণ ইশতেহার আমরা শিগগির প্রকাশ করব।’

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে আবিদুল ইসলাম খান আবিদের নাম ঘোষণা করেন।

আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত