Ajker Patrika

বই আড্ডায় ইডেন মহিলা কলেজের বন্ধুরা

সিদরাতুল মুনতাহা এশা
‘আম আঁটির ভেঁপু’ নিয়ে আড্ডায় ইডেন মহিলা কলেজের বন্ধুরা। ছবি: পাঠকবন্ধু
‘আম আঁটির ভেঁপু’ নিয়ে আড্ডায় ইডেন মহিলা কলেজের বন্ধুরা। ছবি: পাঠকবন্ধু

সম্প্রতি ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পাঠকবন্ধুর সদস্যদের বই আড্ডায় আলোচিত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় ছোটগল্প ‘আম আঁটির ভেঁপু’। গল্পটি তাঁর বিখ্যাত উপন্যাস ‘পথের পাঁচালী’ থেকে কিশোর উপযোগী ও সংক্ষিপ্ত আকারে পরিবেশিত, যা গ্রামীণ জীবন-প্রকৃতির প্রতি দুই ভাই-বোনের অবলীলায় বেড়ে ওঠার কাহিনি

গল্পের মূল চরিত্র অপু ও দুর্গা, যাদের জীবনধারা আধুনিকতার দিক থেকে অনেকটাই বিপরীত। তারা শৈশবের আনন্দে মেতে থাকে প্রকৃতির সান্নিধ্যে, একদিকে গ্রামের ঝড়ের দিনে আম কুড়ানো, অন্যদিকে শরতের কাশবনে রেলগাড়ি দেখার আকাঙ্ক্ষা। তাদের মিষ্টি মধুর জীবনচিত্র একদিকে যেমন শৈশবের কথা মনে করিয়ে দেয়, তেমনি আধুনিক জীবনে প্রকৃতির সঙ্গ হারানোর দুঃখও বয়ে আনে।

এদিনের বই আড্ডা সঞ্চালনা করেন পাঠকবন্ধু ইডেন কমিটির আহ্বায়ক সিদরাতুল মুনতাহা এশা। তিনি বলেন, ‘বিভূতিভূষণের সৃষ্টি অপু-দুর্গা যেন আমাদের শৈশবের খেলার সঙ্গী হয়ে থাকে, যেখানে প্রকৃতি ছিল আমাদের অভিভাবক, আমাদের বন্ধুর মতো।’ বইটির বিষয়বস্তু নিয়ে আড্ডায় যোগ দেন পাঠকবন্ধু সদস্যরা, যা তাঁদের কাছে বাস্তব জীবনে প্রকৃতির আভাস খুঁজে পাওয়ার এক নতুন অভিজ্ঞতা তৈরি করে।

এতে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য নাবিলা রহমান চৈতী এবং ইডেন মহিলা কলেজ শাখার অন্য সদস্যরা। তাঁরা হলেন তানজিনা সুলতানা রিমি, মোত্তাকিয়া নিশাত, মোছা. কনিকা খাতুন, পারভীন আক্তার, সুহা জাহান, সারাহ সামিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত