Ajker Patrika

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বিশ্বব্যাপী ফার্মাসিস্টদের সম্মানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গতকাল বুধবার পালিত হয়েছে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’। এনএসইউয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স অনুষদ এবং ফার্মাসিউটিক্যাল ক্লাব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে। 

দিবসটির এই বছরের বিষয়বস্তু-বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা (ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রদত্ত)। এই উপলক্ষে গতকাল সকাল ১১টায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপউপাচার্য অধ্যাপক আবদুর রব খান। নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড সায়েন্সের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, ফার্মাসিউটিক্যাল অনুষদের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান এবং এনএসইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সাঈদ-উজ-জামান খান। 

উদ্বোধন শেষে ভবিষ্যত ফার্মাসিস্টদের উদ্দেশ্যে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানবসেবায় নিজেদের উৎসর্গ করার অনুপ্রেরণা দেন। তিনি বলেন, ‘গবেষণা ও ওষুধের মান ধরে রাখতে ফার্মাসিস্টদের অবদান সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ।’ 

অধ্যাপক আবদুর রব খান ফার্মাসিস্টদের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের উন্নতিতে ফার্মাসিস্টদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।’ 

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন নর্থ সাউথ ফার্মাসিউটিক্যাল ক্লাবের উপদেষ্টা সিনিয়র লেকচারার জুনায়েত হোসেন খান। 

দিবস পালনের মূল লক্ষ্য-স্বাস্থ্য খাতের নীরব যোদ্ধা ফার্মাসিস্টদের নিরন্তর পরিশ্রম এবং অবদান দেশব্যাপী তুলে ধরা এবং ফার্মাসিস্টদের কর্মপরিসর বিস্তারে সচেতনতা তৈরি করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত