হাবিবুর রনি
বন্যা সব সময়ই মানুষের জীবন ও জীবিকার ওপর গভীর প্রভাব ফেলে। কৃষকেরা এ সময় বেশি ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বেশির ভাগ মানুষ আমন ধানের ওপর নির্ভরশীল। কিন্তু বন্যার কারণে ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা সময়মতো তা রোপণ করতে পারেননি। ফলে দেশে খাদ্য-সংকটের আশঙ্কা রয়েছে। এ সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
কীভাবে এ সংকট মোকাবিলা করে কৃষকদের পাশে দাঁড়ানো যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ভাবনা জানিয়েছিলেন নেত্রকোনা শাখার মৃত্তিকাবিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাকৃবির পিএইচডি শিক্ষার্থী মোখলেছুর রহমানকে। এই আলোচনার মধ্য দিয়ে গত ২৪ আগস্ট জন্ম নেয় নতুন একটি উদ্যোগ ‘অ্যাগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বিডি’। শিক্ষার্থীদের এই উদ্যোগে যুক্ত হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থী, বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা, বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং করপোরেট ব্যক্তিরা। তাঁদের মূল লক্ষ্য ছিল বন্যাকবলিত কৃষকদের বিনা মূল্যে ‘নাবি আমন’ ধানের চারা সরবরাহ করা।
এই উদ্যোগকে সফল করতে ‘কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি’ থেকে চারা উৎপাদনের জন্য ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির সহায়তায় ‘বিনা-১৭’ ও বায়ার বাংলাদেশের ‘ধানি গোল্ড’ জাতের ধানের
বীজ সংগ্রহ করা হয়।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় বাকৃবিতে ৫ একর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ একর, চট্টগ্রামের হাটহাজারীতে ৪ একর এবং কুমিল্লা ও লক্ষ্মীপুরে ২ একরসহ মোট ১২ একর জমিতে চারা উৎপাদনের কাজ শুরু করা হয়। ১৮ থেকে ২০ দিনের মধ্যে এসব ধানের চারা বন্যাদুর্গত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, যা প্রায় ১ হাজার কৃষককে ৭৬০ বিঘা জমিতে ধান চাষে সহায়তা করবে।
শিক্ষার্থীদের এই উদ্যোগকে সার্বিকভাবে সহায়তা করছেন শিক্ষক ও গবেষকেরা। বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘আমরা চারা রোপণের পর সার, কীটনাশক এবং সবজি বীজ দেওয়ার বিষয়েও চিন্তা করেছি। শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তায় আমরা সব সময় তাদের পাশে থাকব।’
অ্যাগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বিডির অন্যতম উদ্যোক্তা বাকৃবির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মুন্না বলেন, ‘বন্যার পর চারা তৈরি করতে অন্তত এক মাসের মতো সময় লাগবে। এতে আমন ধান চাষের সময় পার হয়ে যাবে। তাই খাদ্য সংকটের কথা বিবেচনায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি।’ বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘ধানের ক্ষেত্রে বড় একটি সমস্যা হলো চিটা হয়ে যাওয়া। তবে বোরন যুক্ত সার প্রয়োগ করলে চিটা হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে এবং ৭০ থেকে ৮০ শতাংশ উৎপাদন থাকবে বলে আশা করা যায়।’
শিক্ষার্থীদের এই উদ্যোগ শুধু তাৎক্ষণিক সমাধান নয়; বরং এটি দেশের ভবিষ্যৎ কৃষি উন্নয়নে স্থায়ী অবদান রাখার প্রয়াস। বন্যার্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবন ও জীবিকার জন্য শক্তিশালী প্রচেষ্টাবলয় গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বন্যা সব সময়ই মানুষের জীবন ও জীবিকার ওপর গভীর প্রভাব ফেলে। কৃষকেরা এ সময় বেশি ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বেশির ভাগ মানুষ আমন ধানের ওপর নির্ভরশীল। কিন্তু বন্যার কারণে ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা সময়মতো তা রোপণ করতে পারেননি। ফলে দেশে খাদ্য-সংকটের আশঙ্কা রয়েছে। এ সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
কীভাবে এ সংকট মোকাবিলা করে কৃষকদের পাশে দাঁড়ানো যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ভাবনা জানিয়েছিলেন নেত্রকোনা শাখার মৃত্তিকাবিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাকৃবির পিএইচডি শিক্ষার্থী মোখলেছুর রহমানকে। এই আলোচনার মধ্য দিয়ে গত ২৪ আগস্ট জন্ম নেয় নতুন একটি উদ্যোগ ‘অ্যাগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বিডি’। শিক্ষার্থীদের এই উদ্যোগে যুক্ত হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থী, বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা, বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং করপোরেট ব্যক্তিরা। তাঁদের মূল লক্ষ্য ছিল বন্যাকবলিত কৃষকদের বিনা মূল্যে ‘নাবি আমন’ ধানের চারা সরবরাহ করা।
এই উদ্যোগকে সফল করতে ‘কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি’ থেকে চারা উৎপাদনের জন্য ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির সহায়তায় ‘বিনা-১৭’ ও বায়ার বাংলাদেশের ‘ধানি গোল্ড’ জাতের ধানের
বীজ সংগ্রহ করা হয়।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় বাকৃবিতে ৫ একর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ একর, চট্টগ্রামের হাটহাজারীতে ৪ একর এবং কুমিল্লা ও লক্ষ্মীপুরে ২ একরসহ মোট ১২ একর জমিতে চারা উৎপাদনের কাজ শুরু করা হয়। ১৮ থেকে ২০ দিনের মধ্যে এসব ধানের চারা বন্যাদুর্গত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, যা প্রায় ১ হাজার কৃষককে ৭৬০ বিঘা জমিতে ধান চাষে সহায়তা করবে।
শিক্ষার্থীদের এই উদ্যোগকে সার্বিকভাবে সহায়তা করছেন শিক্ষক ও গবেষকেরা। বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘আমরা চারা রোপণের পর সার, কীটনাশক এবং সবজি বীজ দেওয়ার বিষয়েও চিন্তা করেছি। শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তায় আমরা সব সময় তাদের পাশে থাকব।’
অ্যাগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স বিডির অন্যতম উদ্যোক্তা বাকৃবির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মুন্না বলেন, ‘বন্যার পর চারা তৈরি করতে অন্তত এক মাসের মতো সময় লাগবে। এতে আমন ধান চাষের সময় পার হয়ে যাবে। তাই খাদ্য সংকটের কথা বিবেচনায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি।’ বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘ধানের ক্ষেত্রে বড় একটি সমস্যা হলো চিটা হয়ে যাওয়া। তবে বোরন যুক্ত সার প্রয়োগ করলে চিটা হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে এবং ৭০ থেকে ৮০ শতাংশ উৎপাদন থাকবে বলে আশা করা যায়।’
শিক্ষার্থীদের এই উদ্যোগ শুধু তাৎক্ষণিক সমাধান নয়; বরং এটি দেশের ভবিষ্যৎ কৃষি উন্নয়নে স্থায়ী অবদান রাখার প্রয়াস। বন্যার্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবন ও জীবিকার জন্য শক্তিশালী প্রচেষ্টাবলয় গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৩ দিন আগে