Ajker Patrika

দাখিলে ফেল করা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৭: ৪৪
দাখিলে ফেল করা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ

গত বছর দাখিল পরীক্ষায় এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে ২০২২ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে। যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ ২০২১ সালে শেষ হয়েছে তাদের রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে। এর জন্য আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করতে শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

আজ বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশন নবায়নে ২০০ টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের। তবে, অতিরিক্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া যাবে বোর্ডে। 

রেজিস্ট্রেশন নবায়নের ক্ষেত্রে আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এর ফটোকপিসহ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের নামে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ২৩ জানুয়ারির মধ্যে অবশ্যই বোর্ডে আবেদন করতে হবে। আবেদনপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড, এর ফটোকপি, বিলম্ব ফিসহ ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বোর্ডে জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত