আচ্ছা মামা! একটি ধাতব আম এভাবে চাপ দিতেই গলে গেল কীভাবে? এটা কী করে সম্ভব! হ্যাঁ, এটি সম্ভব, কারণ আমটা গ্যালিয়াম দিয়ে তৈরি। গ্যালিয়াম হচ্ছে এমন একটা নরম ধাতু, যা কক্ষ তাপমাত্রার চেয়ে একটু বেশি তাপমাত্রাতেই গলে পারদের মতো তরল হয়ে যায়।
তাই নাকি? তুমি যে গ্যালিয়ামের তরলটা খালি হাতে নাড়াচাড়া করছ, এ কি নিরাপদ?
গ্যালিয়াম পারদের মতো আচরণ করলেও মোটেও বিষাক্ত নয়। এটি খালি হাতে ধরাটা বেশ নিরাপদ। গ্যালিয়াম হচ্ছে পর্যায় সারণির ৩১তম মৌল এবং এর পারমাণবিক ভর হলো ৬৯ দশমিক ৭২। ধাতুটির গলনাঙ্ক জানলে তুমি অবাক হবে; মাত্র ২৯ দশমিক ৭৬ ডিগ্রি সেলসিয়াস! অর্থাৎ কক্ষ তাপমাত্রার চেয়ে খানিকটা গরমে থাকলেই এটি তরল হয়ে যাবে। আমরা এসি রুমে আছি বলে প্রথমে এটি কঠিন ছিল। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের শরীরের তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাই চাপ দিতে আমার হাতের উষ্ণতাতেই সেটা গলে গেল।
প্রথম ব্যাপারটা স্পষ্ট হলো। কিন্তু গ্যালিয়ামের ফোঁটা কোকের ক্যানে দিতেই এই দশা হলো কেন?
কোকের ক্যান হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। আর গ্যালিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের শত্রু। গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের সংস্পর্শে এলে অ্যালুমিনিয়ামের গঠন দুর্বল করে ফেলে। ফলে ক্যানে চাপ দিতেই সেটা টুকরো টুকরো হয়ে যায়। গ্যালিয়াম তো ভারি মজার ধাতু! এই ধাতু কোথায় পাওয়া যায়, এর ব্যবহার কোথায়?
হ্যাঁ, গ্যালিয়াম বেশ কাজের ধাতুও বটে। প্রকৃতিতে এটি বিশুদ্ধ গ্যালিয়াম হিসেবে পাওয়া যায় না। ফলে গ্যালিয়াম পেতে হলে জিঙ্ক আকরিক (যেমন স্ফালেরাইট) এবং বক্সাইট থেকে গ্যালিয়াম সংগ্রহ করে নিতে হয়। গ্যালিয়াম প্রধানত ইলেকট্রনিকসে ব্যবহৃত হয়।
তোমার আশপাশের বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতার জন্য তুমি গ্যালিয়ামকে অশেষ ধন্যবাদ জানাতে পারো। ইউএসজিএস থেকে প্রকাশিত ‘গ্যালিয়ামে স্মার্ট মেটাল’ প্রবন্ধ থেকে জানা যায়, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড টেলিভিশন, স্মার্টফোন, ইত্যাদি ডিভাইসের এলইডি তৈরিতে ব্যবহৃত হয়। কারণ, এরা বিদ্যুৎকে সরাসরি আলোক রশ্মিতে পরিণত করতে পারে। এ ছাড়া সেমিকন্ডাক্টর, ট্রাঞ্জিস্টর, ইত্যাদি তৈরিতে গ্যালিয়াম খুবই গুরুত্বপূর্ণ। উন্নতমানের আয়না বানানোতেও গ্যালিয়াম ব্যবহার করা হয়। এর নিম্ন গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক এবং তুলনামূলকভাবে মানবদেহ ও পরিবেশের জন্য নিরাপদ হওয়ায় থার্মোমিটার তৈরিতেও গ্যালিয়াম ব্যবহারের জুড়ি নেই।
তার মানে আমাদের আশপাশে থেকে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ ধাতুটি?
একদম ঠিক বলেছ। ১৮৭৫ সালে ফরাসি রসায়নবিদ পল-এমিল লিকক ডি বইসবাউদ্রানের আবিষ্কার করা এ ধাতুটি তার বিশেষ বৈশিষ্ট্য দিয়ে স্থান পেয়েছে বিজ্ঞানীদের পরীক্ষাগারে। আর সেই সব পরীক্ষায় উদ্ভাবিত ফলগুলো আমাদের উপকার করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই গ্যালিয়াম ধাতুটি নরম হলেও মানবসভ্যতার ইতিহাসে এর স্থান বড়ই শক্ত।
আচ্ছা মামা! একটি ধাতব আম এভাবে চাপ দিতেই গলে গেল কীভাবে? এটা কী করে সম্ভব! হ্যাঁ, এটি সম্ভব, কারণ আমটা গ্যালিয়াম দিয়ে তৈরি। গ্যালিয়াম হচ্ছে এমন একটা নরম ধাতু, যা কক্ষ তাপমাত্রার চেয়ে একটু বেশি তাপমাত্রাতেই গলে পারদের মতো তরল হয়ে যায়।
তাই নাকি? তুমি যে গ্যালিয়ামের তরলটা খালি হাতে নাড়াচাড়া করছ, এ কি নিরাপদ?
গ্যালিয়াম পারদের মতো আচরণ করলেও মোটেও বিষাক্ত নয়। এটি খালি হাতে ধরাটা বেশ নিরাপদ। গ্যালিয়াম হচ্ছে পর্যায় সারণির ৩১তম মৌল এবং এর পারমাণবিক ভর হলো ৬৯ দশমিক ৭২। ধাতুটির গলনাঙ্ক জানলে তুমি অবাক হবে; মাত্র ২৯ দশমিক ৭৬ ডিগ্রি সেলসিয়াস! অর্থাৎ কক্ষ তাপমাত্রার চেয়ে খানিকটা গরমে থাকলেই এটি তরল হয়ে যাবে। আমরা এসি রুমে আছি বলে প্রথমে এটি কঠিন ছিল। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের শরীরের তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তাই চাপ দিতে আমার হাতের উষ্ণতাতেই সেটা গলে গেল।
প্রথম ব্যাপারটা স্পষ্ট হলো। কিন্তু গ্যালিয়ামের ফোঁটা কোকের ক্যানে দিতেই এই দশা হলো কেন?
কোকের ক্যান হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। আর গ্যালিয়াম হচ্ছে অ্যালুমিনিয়ামের শত্রু। গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের সংস্পর্শে এলে অ্যালুমিনিয়ামের গঠন দুর্বল করে ফেলে। ফলে ক্যানে চাপ দিতেই সেটা টুকরো টুকরো হয়ে যায়। গ্যালিয়াম তো ভারি মজার ধাতু! এই ধাতু কোথায় পাওয়া যায়, এর ব্যবহার কোথায়?
হ্যাঁ, গ্যালিয়াম বেশ কাজের ধাতুও বটে। প্রকৃতিতে এটি বিশুদ্ধ গ্যালিয়াম হিসেবে পাওয়া যায় না। ফলে গ্যালিয়াম পেতে হলে জিঙ্ক আকরিক (যেমন স্ফালেরাইট) এবং বক্সাইট থেকে গ্যালিয়াম সংগ্রহ করে নিতে হয়। গ্যালিয়াম প্রধানত ইলেকট্রনিকসে ব্যবহৃত হয়।
তোমার আশপাশের বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতার জন্য তুমি গ্যালিয়ামকে অশেষ ধন্যবাদ জানাতে পারো। ইউএসজিএস থেকে প্রকাশিত ‘গ্যালিয়ামে স্মার্ট মেটাল’ প্রবন্ধ থেকে জানা যায়, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড টেলিভিশন, স্মার্টফোন, ইত্যাদি ডিভাইসের এলইডি তৈরিতে ব্যবহৃত হয়। কারণ, এরা বিদ্যুৎকে সরাসরি আলোক রশ্মিতে পরিণত করতে পারে। এ ছাড়া সেমিকন্ডাক্টর, ট্রাঞ্জিস্টর, ইত্যাদি তৈরিতে গ্যালিয়াম খুবই গুরুত্বপূর্ণ। উন্নতমানের আয়না বানানোতেও গ্যালিয়াম ব্যবহার করা হয়। এর নিম্ন গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক এবং তুলনামূলকভাবে মানবদেহ ও পরিবেশের জন্য নিরাপদ হওয়ায় থার্মোমিটার তৈরিতেও গ্যালিয়াম ব্যবহারের জুড়ি নেই।
তার মানে আমাদের আশপাশে থেকে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ ধাতুটি?
একদম ঠিক বলেছ। ১৮৭৫ সালে ফরাসি রসায়নবিদ পল-এমিল লিকক ডি বইসবাউদ্রানের আবিষ্কার করা এ ধাতুটি তার বিশেষ বৈশিষ্ট্য দিয়ে স্থান পেয়েছে বিজ্ঞানীদের পরীক্ষাগারে। আর সেই সব পরীক্ষায় উদ্ভাবিত ফলগুলো আমাদের উপকার করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই গ্যালিয়াম ধাতুটি নরম হলেও মানবসভ্যতার ইতিহাসে এর স্থান বড়ই শক্ত।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
২ দিন আগে