Ajker Patrika

ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান

প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২১, ১১: ৪০
ইবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পাঁচ মাস পর নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের তৃতীয় তলায় উপ-উপাচার্যের কার্যালয়ে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় তাঁকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, শাপলা ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা নবনিযুক্ত উপ-উপাচার্যকে এ সময় বরণ করে নেন।

এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার মো. আতাউর রহমানকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে চাই। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আগামী চার বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত