Ajker Patrika

৪ জেলায় আগামী ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭: ৪০
৪ জেলায় আগামী ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। 

তিনি বলেন, ‘অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় আগামী দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ 

এ সময় প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দেন তিনি।

এর আগে অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ মঙ্গলবারের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল সোমবার মাউশির সহকারী পরিচালক রুপক রায় স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

অফিস আদেশে বলা হয়, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মাউশির অধীন চট্টগ্রাম মহানগর এলাকার সব সরকারি ও বেসরকারি শিক্ষার স্বাভাবিক পাঠদান কার্যক্রম ৮ আগস্ট (মঙ্গলবার) বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। 

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাল মিষ্টি বিতরণে বারণ করেছিলেন, আজ মনোনয়ন স্থগিত—কে এই কামাল জামান

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ

ট্রাকের নিচে ঢুকে গেল অটোরিকশা, কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ