Ajker Patrika

৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা

প্রতিনিধি, জবি (ঢাকা) 
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৮
৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা

আগামী ৭ অক্টোবর থেকে (জবি) সশরীরে সেমিস্টার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম সেমিস্টার পরীক্ষার পর কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ বিরতি দিয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও থাকবে। করোনা পরিস্থিতির অবনতি হলে সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, `আগামী মাসের ৭ তারিখ থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প হিসেবে অনলাইনে পরীক্ষার প্রস্তুতিও থাকবে। যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে যেন ১০ তারিখের মধ্যেই অনলাইনে পরীক্ষা শুরু করার চেষ্টা থাকবে। অর্থাৎ আমরা আর দেরি করতে চাই না। পরীক্ষা নিয়ে নিতে চাই। এ জন্য দুইভাবেই প্রস্তুতি নেওয়া থাকবে। তবে এখন আমাদের টার্গেট হলো সশরীরে পরীক্ষা নেওয়া। পরীক্ষার রুটিন ও আনুষঙ্গিক বিষয়সমূহ বিভাগ থেকে চূড়ান্ত  করা হবে।'

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, আগেই বলা হয়েছিল, পরীক্ষার কমপক্ষে চার সপ্তাহ আগে শিক্ষার্থীদের তারিখ জানানো হবে। সেই সুবাদেই আজকের মিটিংয়ে আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত  হয়েছে। এরই মধ্যে পরীক্ষার আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া হবে। কোনো শিক্ষার্থী টিকা নেওয়ার বাকি থাকে, তাহলে এক মাসের ভেতরেই তার টিকার ব্যবস্থাও করা হবে। তবে প্রয়োজনে কোনো বিভাগ চাইলে ৭ অক্টোবরের পরেও পরীক্ষা শুরু করতে পারবে। কিন্তু এর আগে শুরু করতে পারবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...