মুসাররাত আবির
জিম্যাটের ধারাবাহিক প্রস্তুতির আজকের আলোচনা ভার্বাল রিজনিং নিয়ে। জিম্যাটের ভার্বাল রিজনিং সেকশনে ৪৫ মিনিটে ২৩টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নে একটি করে অনুচ্ছেদ এবং ৫টি সম্ভাব্য উত্তর থাকবে। যেখান থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। এই ভার্বাল রিজনিং সেকশনে পরীক্ষার্থীর ভাষাগত দক্ষতা ও পঠনের যোগ্যতা দেখা হয়। এখানে দুই ধরনের প্রশ্ন থাকে। একটি রিডিং কম্প্রেহেনশন ও অন্যটি ক্রিটিক্যাল রিজনিং।
রিডিং কম্প্রেহেনশন
এখানে আসা বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্নগুলো পড়ার মাধ্যমে আপনাকে যাচাই করা হবে। আপনি কোনো একটি অনুচ্ছেদ পড়ে সেখান থেকে কী বুঝতে পেরেছেন, তা দেখা হবে। যেমন অনুচ্ছেদের বিষয়াবলি কী, কোনো গূঢ় অর্থ আছে কি না, অনুচ্ছেদটির যৌক্তিক সমাপ্তি টানা ইত্যাদি।
এই ধাপের প্রতিটি প্রশ্নে ১০০ শব্দের একটি করে অনুচ্ছেদ দেওয়া হয়। অনুচ্ছেদের বিষয়াবলি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মানবিক, অর্থনীতি, ব্যবসা ইত্যাদি সম্পর্কিত হতে পারে। প্রতিটি প্রশ্নের সঙ্গে ৫টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে। যেখান থেকে আপনাকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে।
ক্রিটিক্যাল রিজনিং
এই প্রশ্নগুলোতে আপনার যুক্তিবিদ্যা ও চিন্তন দক্ষতা যাচাই করা হয়। এই অনুচ্ছেদগুলো এমনভাবে লেখা, যেখান থেকে আপনি ভুলগুলো বের করে সেটা নিয়ে যৌক্তিক আলোচনা করতে পারেন। এর মাধ্যমে আপনার চিন্তা করার ধরন যাচাই করা হবে। এ ছাড়া আপনাকে বলা হতে পারে, কোনো একটি অনুচ্ছেদে যে উপসংহার টানা হয়েছে, সেটার সঙ্গে আপনি একমত কি না।
এখানে অনেক সময় গ্রামার-সংক্রান্ত প্রশ্নও থাকতে পারে। যেমন কোনো বাক্যে ভুল খুঁজে বের করার সময় সেই বাক্যের গঠন ঠিক আছে কি না, ব্যাকরণগত ভুল আছে কি না, অর্থ ঠিকমতো বোঝা যাচ্ছে কি না—এগুলো ভালোমতো খেয়াল করতে হবে।
এ সেকশনে ভালো করতে চাইলে
এ সেকশনে মূলত ৪টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। সেগুলো হলো বিশ্লেষণ, নির্মাণ, সমালোচনা ও পরিকল্পনা। তাই এই বিষয়গুলো নিয়ে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে। কোনো প্যাসেজ পড়ার সময় এটা কখনোই মনে করবেন না, প্যাসেজে থাকা প্রতিটি শব্দ বা বিষয়ের অর্থ আপনার জানা থাকবে। প্যাসেজ পড়ে আপনি কী বুঝতে পেরেছেন, সেটা কেউ জানতে চাইবে না। বরং কোন প্রশ্নের উত্তরে প্যাসেজের কোন অংশটা বসবে, সেটা বুঝলেই চলবে।
তাই প্যাসেজের কি-ওয়ার্ড বা চুম্বক অংশগুলো ভালোভাবে খেয়াল করুন। প্যাসেজে দেওয়া তথ্যগুলোর সঙ্গে কোন প্রশ্নের উত্তর মিলছে, তা খুঁজে দেখুন। প্যাসেজ পড়ার সময় কোনো তাড়াহুড়ো করবেন না। এতে করে গুরুত্বপূর্ণ তথ্য আপনার অগোচরে থেকে যেতে পারে। আবার আন্দাজেও উত্তর করতে যাবেন না।
এমনকি আপনি যখন অনুশীলন করবেন, তখনো অনুচ্ছেদগুলো দ্রুত পড়তে যাবেন না। সময় নিয়ে ধীরে ধীরে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয়, যদি অনুচ্ছেদ পড়ার আগেই প্রশ্নগুলো পড়ে নেন। তাহলে কিন্তু খুব দ্রুত উত্তরগুলো আপনার চোখে পড়বে। মক টেস্ট দেওয়ার সময় যে উত্তরগুলো ভুল করেছেন, সেগুলো বারবার রিভিশন দিতে ভুলবেন না।
সূত্র: জিম্যাট ক্লাব, এমবিএ ডটকম, ই-জিম্যাট
জিম্যাটের ধারাবাহিক প্রস্তুতির আজকের আলোচনা ভার্বাল রিজনিং নিয়ে। জিম্যাটের ভার্বাল রিজনিং সেকশনে ৪৫ মিনিটে ২৩টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নে একটি করে অনুচ্ছেদ এবং ৫টি সম্ভাব্য উত্তর থাকবে। যেখান থেকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। এই ভার্বাল রিজনিং সেকশনে পরীক্ষার্থীর ভাষাগত দক্ষতা ও পঠনের যোগ্যতা দেখা হয়। এখানে দুই ধরনের প্রশ্ন থাকে। একটি রিডিং কম্প্রেহেনশন ও অন্যটি ক্রিটিক্যাল রিজনিং।
রিডিং কম্প্রেহেনশন
এখানে আসা বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্নগুলো পড়ার মাধ্যমে আপনাকে যাচাই করা হবে। আপনি কোনো একটি অনুচ্ছেদ পড়ে সেখান থেকে কী বুঝতে পেরেছেন, তা দেখা হবে। যেমন অনুচ্ছেদের বিষয়াবলি কী, কোনো গূঢ় অর্থ আছে কি না, অনুচ্ছেদটির যৌক্তিক সমাপ্তি টানা ইত্যাদি।
এই ধাপের প্রতিটি প্রশ্নে ১০০ শব্দের একটি করে অনুচ্ছেদ দেওয়া হয়। অনুচ্ছেদের বিষয়াবলি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, মানবিক, অর্থনীতি, ব্যবসা ইত্যাদি সম্পর্কিত হতে পারে। প্রতিটি প্রশ্নের সঙ্গে ৫টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে। যেখান থেকে আপনাকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে।
ক্রিটিক্যাল রিজনিং
এই প্রশ্নগুলোতে আপনার যুক্তিবিদ্যা ও চিন্তন দক্ষতা যাচাই করা হয়। এই অনুচ্ছেদগুলো এমনভাবে লেখা, যেখান থেকে আপনি ভুলগুলো বের করে সেটা নিয়ে যৌক্তিক আলোচনা করতে পারেন। এর মাধ্যমে আপনার চিন্তা করার ধরন যাচাই করা হবে। এ ছাড়া আপনাকে বলা হতে পারে, কোনো একটি অনুচ্ছেদে যে উপসংহার টানা হয়েছে, সেটার সঙ্গে আপনি একমত কি না।
এখানে অনেক সময় গ্রামার-সংক্রান্ত প্রশ্নও থাকতে পারে। যেমন কোনো বাক্যে ভুল খুঁজে বের করার সময় সেই বাক্যের গঠন ঠিক আছে কি না, ব্যাকরণগত ভুল আছে কি না, অর্থ ঠিকমতো বোঝা যাচ্ছে কি না—এগুলো ভালোমতো খেয়াল করতে হবে।
এ সেকশনে ভালো করতে চাইলে
এ সেকশনে মূলত ৪টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়। সেগুলো হলো বিশ্লেষণ, নির্মাণ, সমালোচনা ও পরিকল্পনা। তাই এই বিষয়গুলো নিয়ে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে। কোনো প্যাসেজ পড়ার সময় এটা কখনোই মনে করবেন না, প্যাসেজে থাকা প্রতিটি শব্দ বা বিষয়ের অর্থ আপনার জানা থাকবে। প্যাসেজ পড়ে আপনি কী বুঝতে পেরেছেন, সেটা কেউ জানতে চাইবে না। বরং কোন প্রশ্নের উত্তরে প্যাসেজের কোন অংশটা বসবে, সেটা বুঝলেই চলবে।
তাই প্যাসেজের কি-ওয়ার্ড বা চুম্বক অংশগুলো ভালোভাবে খেয়াল করুন। প্যাসেজে দেওয়া তথ্যগুলোর সঙ্গে কোন প্রশ্নের উত্তর মিলছে, তা খুঁজে দেখুন। প্যাসেজ পড়ার সময় কোনো তাড়াহুড়ো করবেন না। এতে করে গুরুত্বপূর্ণ তথ্য আপনার অগোচরে থেকে যেতে পারে। আবার আন্দাজেও উত্তর করতে যাবেন না।
এমনকি আপনি যখন অনুশীলন করবেন, তখনো অনুচ্ছেদগুলো দ্রুত পড়তে যাবেন না। সময় নিয়ে ধীরে ধীরে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয়, যদি অনুচ্ছেদ পড়ার আগেই প্রশ্নগুলো পড়ে নেন। তাহলে কিন্তু খুব দ্রুত উত্তরগুলো আপনার চোখে পড়বে। মক টেস্ট দেওয়ার সময় যে উত্তরগুলো ভুল করেছেন, সেগুলো বারবার রিভিশন দিতে ভুলবেন না।
সূত্র: জিম্যাট ক্লাব, এমবিএ ডটকম, ই-জিম্যাট
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
৬ ঘণ্টা আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২১ ঘণ্টা আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১ দিন আগে