Ajker Patrika

২৯ মে পর্যন্ত বাড়ল প্রাথমিক বিদ্যালয়ের ছুটি

নিজস্ব প্রতিবেদক
২৯ মে পর্যন্ত বাড়ল প্রাথমিক বিদ্যালয়ের ছুটি

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউনের মেয়াদ বাড়ায় আগামী ২৯ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়িয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ২৯ মে পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনার সংক্রমণ থেকে রক্ষায় প্রাধনমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে বলা হয়েছে।

বিদ্যালয়ে ছুটির মধ্যে শিক্ষার্থীদের নিজের বাড়িতে অবস্থানের বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার্থীরা যাতে তাদের বাড়ি অবস্থান করে পড়াশোনা চালিয়ে যায় তা অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

লকডাউনের মেয়াদ বাড়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত