Ajker Patrika

ঢাবির উপ-উপাচার্য পদে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক সামাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাবির উপ-উপাচার্য পদে পুনর্নিয়োগ পেলেন অধ্যাপক সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে দ্বিতীয়বারের মতো দায়িত্বপ্রাপ্ত হলেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে শর্তসাপেক্ষে দ্বিতীয় মেয়াদে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। 

শর্তগুলো হলো— উপ-উপাচার্য হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। 

উপ-উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদপূর্তির আগেই এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

শিক্ষকতার বাইরেও অধ্যাপক মুহাম্মদ সামাদ একজন কবি হিসেবে পরিচিত। কবিতার জন্য তিনি দেশে ও বিদেশে সম্মাননা পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত