Ajker Patrika

হঠাৎ শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২১, ১১: ২১
হঠাৎ শ্বাসকষ্টে জবি শিক্ষার্থীর মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাহাত আরা রিমি হঠাৎ শ্বাসকষ্টে মারা গেছেন। রোববার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিক্ষার্থীর মা বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমির মা জানান, বেশ কিছুদিন ধরেই রিমি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি খেতে পারতেন না। জ্বরও ছিল। আজ বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন দেওয়ার জন্য তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানেই খিঁচুনি ওঠে এবং মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

রিমির সহপাঠীরা জানিয়েছেন, বছরখানিক ধরে রিমি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। কিন্তু নির্দিষ্ট কোনো রোগ ধরা পড়েনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান দুঃখ প্রকাশ করে বলেন, 'আমি একটু আগেই বিষয়টি অবগত হয়েছি। ওর পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।' 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, 'বিষয়টা খুবই দুঃখজনক। তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। যেকোনো প্রয়োজনে তাঁর পরিবারের পাশে আমরা আছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...