Ajker Patrika

তিন পার্বত্য জেলায় দেড় হাজার শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন পার্বত্য জেলায় দেড় হাজার শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ

দেশের তিন পার্বত্য জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ১ হাজার ৫৮৫ টি। এর মধ্যে প্রধান শিক্ষকের ৪৬৯টি এবং সহকারী শিক্ষকের ১ হাজার ১১৬টি শূন্য পদ রয়েছে। এ পদগুলোতে দ্রুত নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকের পর সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বৈঠকে জানানো হয়, তিন পার্বত্য জেলায় বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা ১ হাজার ৪৮ জন এবং কর্মরত সহকারী শিক্ষকের সংখ্যা ৬ হাজার ৭৮৯ জন। পার্বত্য জেলায় প্রাথমিকের শিক্ষকের মোট পদ সংখ্যা ৯ হাজার ৪২২টি। এসব পদের বিপরীতে প্রধান ও সহকারী শিক্ষক মিলে কর্মরত আছেন ৭ হাজার ৮৩৭ জন। 

বৈঠকে পার্বত্য শান্তিচুক্তির অধীনে প্রণীত নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ প্রক্রিয়া জেলা প্রশাসকের পরিবর্তে জেলা পরিষদের অধীনে ন্যস্ত করার সুপারিশ করা হয়।

এছাড়া পার্বত্য এলাকায় ১৪২টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় ‘বিদ্যালয়বিহীন গ্রামে এক হাজারটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে’ অন্তর্ভুক্ত করে জাতীয়করণের জোর সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপঙ্কর তালুকদার, এবিএম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি এবং বাসন্তী চাকমা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...