জুবায়ের আহম্মেদ
গবেষক হওয়ার স্বপ্ন অনেকেরই আছে। একজন ভালো গবেষক হতে গেলে প্রথমেই গবেষণা নিবন্ধ পড়তে হয়। প্রয়োজন অনুযায়ী কোন সোর্স থেকে গবেষণা নিবন্ধ খুঁজে বের করবেন, তা অনেকেই জানেন না। তাঁদের জন্য থাকছে আমাদের আজকের আয়োজন। আজ আমরা গবেষণা নিবন্ধ খুঁজে বের করার জনপ্রিয় চারটি সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করব।
রিসার্চগেট
গবেষণা অনুসন্ধানের অন্যতম একটি জনপ্রিয় সাইট রিসার্চগেট। এটি একটি ইউরোপীয় বাণিজ্যিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যা বিজ্ঞানী ও গবেষকদের জন্য গবেষণা নিবন্ধসহ প্রয়োজনী তথ্য দিতে সাহায্য করে। ২০১৪ সালের নেচারের একটি সমীক্ষা এবং ২০১৬ সালের টাইমস হায়ার এডুকেশনের একটি নিবন্ধ অনুযায়ী, সক্রিয় ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে এটি বৃহত্তম একাডেমিক সামাজিক নেটওয়ার্ক। এই সাইটে আর্টিকেল পড়তে রেজিস্ট্রেশন বা নিবন্ধ করতে হয় না। যাঁরা সাইটের সদস্য হতে চান, তাঁদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের একটি ই-মেইল ঠিকানা থাকতে হবে বা ম্যানুয়ালি অ্যাকাউন্টে সাইনআপ করার জন্য একজন প্রকাশিত গবেষক হিসেবে নিশ্চিত হতে হবে। সাইটের সদস্যদের প্রত্যেকেরই একটি ইউজার প্রোফাইল রয়েছে। প্রত্যেকে নিজস্ব প্রোফাইলে গবেষণাপত্র, ডেটা, অধ্যায়, নেতিবাচক ফলাফল, পেটেন্ট, গবেষণা প্রস্তাব, পদ্ধতি, উপস্থাপনা এবং সফটওয়্যার সোর্স কোডসহ গবেষণা আউটপুট আপলোড করতে পারবেন। ব্যবহারকারীরা অন্যান্য ব্যবহারকারীর কার্যকলাপ অনুসরণ করতে পারেন এবং তাঁদের সঙ্গে আলোচনা বা মেসেজও করতে পারবেন। রিসার্চগেটের লিংক
গুগল স্কলার
গুগল স্কলার অন্যতম একটি সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে অনলাইন একাডেমিক জার্নাল ও বই, কনফারেন্স পেপার, থিসিস এবং গবেষণাপত্র, প্রি-প্রিন্ট, অ্যাবস্ট্রাক্ট, টেকনিক্যাল রিপোর্ট, আদালতের মতামত এবং পেটেন্টসহ অন্যান্য গবেষণালব্ধ তথ্য খুঁজে পাওয়া যায়। এখানেও ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তবে গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢুকলে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে না। ব্যবহারকারীর প্রোফাইলে যেকোনো বিষয়ে বিশেষজ্ঞ বা কোনো বিষয়ে বেশি গবেষণা করে থাকেন, তা সংযুক্ত করতে পারবেন। পাশাপাশি নিজের আর্টিকেল আপলোড, সাইটেশন এবং কতবার কোন আর্টিকেলটি পড়া হয়েছে তা-ও দেখতে পারবেন। ব্যবহারকারী চাইলে অ্যালার্ট বা নোটিফিকেশন ফিচারটিও ব্যবহার করতে পারবেন। একটি সমীক্ষায় দেখা গেছে, বেশির ভাগ শিক্ষাবিদ ও স্কলারের গুগল স্কলারে অ্যাকাউন্ট রয়েছে। গুগল স্কলারের লিংক
আর্টিকেল সার্চ করার সময় কি-ওয়ার্ড লিখে সার্চ করুন। পাশাপাশি আপনি কোন সময়কালে প্রকাশিত জার্নাল আর্টিকেল দেখতে চান, সেটাও লিখে দিতে পারেন।
পাবমেড
পাবমেড বিনা মূল্যে ব্যবহার করার একটি সার্চ ইঞ্জিন, যা প্রাথমিকভাবে জীববিজ্ঞান ও বায়োমেডিক্যাল বিষয়গুলোর রেফারেন্স এবং এ বিষয়ের ওপর নিবন্ধ গবেষণালব্ধ তথ্য পাওয়ার মাধ্যম। এটি একটি বৃহত্তম ডেটাবেইস, যাতে অসংখ্য নিবন্ধ রয়েছে। আপনি চাইলে নিজের অ্যাকাউন্ট করে নিতে পারবেন সাইটটিতে। আর্টিকেল সার্চ করার সময় কি-ওয়ার্ড লিখে সার্চ করুন। পাশাপাশি আপনি কোন সময়কালে প্রকাশিত জার্নাল আর্টিকেল দেখতে চান, সেটাও লিখে দিতে পারেন। থাকছে বই, ক্লিনিক্যাল ট্রায়াল, মেটা অ্যানালাইসিস, রেন্ডমাইডজ কন্ট্রোল ট্রায়াল, রিভিউ, সিস্টেমিং রিভিউ ক্যাটাগরিতে নিবন্ধ। চাইলে আর্টিকেল ডাউনলোডও করা যাবে। পাবমেডের লিংক
রেফসিক
রেফসিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি ওয়েব সার্চ ইঞ্জিন, যার লক্ষ্য একাডেমিক তথ্য সবার কাছে সহজে অ্যাক্সেসযোগ্য করে তোলা। এই সার্চ ইঞ্জিনটি ওয়েব পৃষ্ঠা, বই, বিশ্বকোষ, জার্নাল, সংবাদপত্রসহ পাঁচ বিলিয়নেরও বেশি নথি অনুসন্ধান করতে পারে। এই সাইটের অনন্য পদ্ধতি শিক্ষার্থীদের একটি সাধারণ সার্চ ইঞ্জিনের তথ্য ওভারলোড ছাড়াই ব্যাপক বিষয়ের কভারেজ প্রদান করে। এই সাইট ব্যবহার অত্যন্ত সহজ। পাশাপাশি রেফারেন্স ডিকশনারিও রয়েছে। রেফসিকের লিংক
গবেষক হওয়ার স্বপ্ন অনেকেরই আছে। একজন ভালো গবেষক হতে গেলে প্রথমেই গবেষণা নিবন্ধ পড়তে হয়। প্রয়োজন অনুযায়ী কোন সোর্স থেকে গবেষণা নিবন্ধ খুঁজে বের করবেন, তা অনেকেই জানেন না। তাঁদের জন্য থাকছে আমাদের আজকের আয়োজন। আজ আমরা গবেষণা নিবন্ধ খুঁজে বের করার জনপ্রিয় চারটি সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করব।
রিসার্চগেট
গবেষণা অনুসন্ধানের অন্যতম একটি জনপ্রিয় সাইট রিসার্চগেট। এটি একটি ইউরোপীয় বাণিজ্যিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যা বিজ্ঞানী ও গবেষকদের জন্য গবেষণা নিবন্ধসহ প্রয়োজনী তথ্য দিতে সাহায্য করে। ২০১৪ সালের নেচারের একটি সমীক্ষা এবং ২০১৬ সালের টাইমস হায়ার এডুকেশনের একটি নিবন্ধ অনুযায়ী, সক্রিয় ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে এটি বৃহত্তম একাডেমিক সামাজিক নেটওয়ার্ক। এই সাইটে আর্টিকেল পড়তে রেজিস্ট্রেশন বা নিবন্ধ করতে হয় না। যাঁরা সাইটের সদস্য হতে চান, তাঁদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের একটি ই-মেইল ঠিকানা থাকতে হবে বা ম্যানুয়ালি অ্যাকাউন্টে সাইনআপ করার জন্য একজন প্রকাশিত গবেষক হিসেবে নিশ্চিত হতে হবে। সাইটের সদস্যদের প্রত্যেকেরই একটি ইউজার প্রোফাইল রয়েছে। প্রত্যেকে নিজস্ব প্রোফাইলে গবেষণাপত্র, ডেটা, অধ্যায়, নেতিবাচক ফলাফল, পেটেন্ট, গবেষণা প্রস্তাব, পদ্ধতি, উপস্থাপনা এবং সফটওয়্যার সোর্স কোডসহ গবেষণা আউটপুট আপলোড করতে পারবেন। ব্যবহারকারীরা অন্যান্য ব্যবহারকারীর কার্যকলাপ অনুসরণ করতে পারেন এবং তাঁদের সঙ্গে আলোচনা বা মেসেজও করতে পারবেন। রিসার্চগেটের লিংক
গুগল স্কলার
গুগল স্কলার অন্যতম একটি সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে অনলাইন একাডেমিক জার্নাল ও বই, কনফারেন্স পেপার, থিসিস এবং গবেষণাপত্র, প্রি-প্রিন্ট, অ্যাবস্ট্রাক্ট, টেকনিক্যাল রিপোর্ট, আদালতের মতামত এবং পেটেন্টসহ অন্যান্য গবেষণালব্ধ তথ্য খুঁজে পাওয়া যায়। এখানেও ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তবে গুগল অ্যাকাউন্ট দিয়ে ঢুকলে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে না। ব্যবহারকারীর প্রোফাইলে যেকোনো বিষয়ে বিশেষজ্ঞ বা কোনো বিষয়ে বেশি গবেষণা করে থাকেন, তা সংযুক্ত করতে পারবেন। পাশাপাশি নিজের আর্টিকেল আপলোড, সাইটেশন এবং কতবার কোন আর্টিকেলটি পড়া হয়েছে তা-ও দেখতে পারবেন। ব্যবহারকারী চাইলে অ্যালার্ট বা নোটিফিকেশন ফিচারটিও ব্যবহার করতে পারবেন। একটি সমীক্ষায় দেখা গেছে, বেশির ভাগ শিক্ষাবিদ ও স্কলারের গুগল স্কলারে অ্যাকাউন্ট রয়েছে। গুগল স্কলারের লিংক
আর্টিকেল সার্চ করার সময় কি-ওয়ার্ড লিখে সার্চ করুন। পাশাপাশি আপনি কোন সময়কালে প্রকাশিত জার্নাল আর্টিকেল দেখতে চান, সেটাও লিখে দিতে পারেন।
পাবমেড
পাবমেড বিনা মূল্যে ব্যবহার করার একটি সার্চ ইঞ্জিন, যা প্রাথমিকভাবে জীববিজ্ঞান ও বায়োমেডিক্যাল বিষয়গুলোর রেফারেন্স এবং এ বিষয়ের ওপর নিবন্ধ গবেষণালব্ধ তথ্য পাওয়ার মাধ্যম। এটি একটি বৃহত্তম ডেটাবেইস, যাতে অসংখ্য নিবন্ধ রয়েছে। আপনি চাইলে নিজের অ্যাকাউন্ট করে নিতে পারবেন সাইটটিতে। আর্টিকেল সার্চ করার সময় কি-ওয়ার্ড লিখে সার্চ করুন। পাশাপাশি আপনি কোন সময়কালে প্রকাশিত জার্নাল আর্টিকেল দেখতে চান, সেটাও লিখে দিতে পারেন। থাকছে বই, ক্লিনিক্যাল ট্রায়াল, মেটা অ্যানালাইসিস, রেন্ডমাইডজ কন্ট্রোল ট্রায়াল, রিভিউ, সিস্টেমিং রিভিউ ক্যাটাগরিতে নিবন্ধ। চাইলে আর্টিকেল ডাউনলোডও করা যাবে। পাবমেডের লিংক
রেফসিক
রেফসিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি ওয়েব সার্চ ইঞ্জিন, যার লক্ষ্য একাডেমিক তথ্য সবার কাছে সহজে অ্যাক্সেসযোগ্য করে তোলা। এই সার্চ ইঞ্জিনটি ওয়েব পৃষ্ঠা, বই, বিশ্বকোষ, জার্নাল, সংবাদপত্রসহ পাঁচ বিলিয়নেরও বেশি নথি অনুসন্ধান করতে পারে। এই সাইটের অনন্য পদ্ধতি শিক্ষার্থীদের একটি সাধারণ সার্চ ইঞ্জিনের তথ্য ওভারলোড ছাড়াই ব্যাপক বিষয়ের কভারেজ প্রদান করে। এই সাইট ব্যবহার অত্যন্ত সহজ। পাশাপাশি রেফারেন্স ডিকশনারিও রয়েছে। রেফসিকের লিংক
ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের ব্যানারে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। গতকাল আজকের পত্রিকার সঙ্গে আলাপে তিনি বলেন, মনে হচ্ছে পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে।
৮ ঘণ্টা আগেনির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কাজ করবেন বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’-এর ব্যানারে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। গতকাল বুধবার আজকের পত্রিকার সঙ্গে আলাপে এ পরিকল্পনার কথা জানান তিনি।
৮ ঘণ্টা আগেরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় থাকা জরুরি বলে মনে করেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর ব্যানারে ভিপি (সহসভাপতি) প্রার্থী উমামা ফাতেমা। না হলে যেকোনো সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে বলে আশঙ্কা তাঁর। গতকাল বুধবার আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন উমামা।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গতকাল বুধবার প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করেছে জুলাই গণ-অভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
৮ ঘণ্টা আগে