Ajker Patrika

সহজে ইংরেজি শেখার ৬ কৌশল

মায়ের ভাষা বাংলার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা, চাকরি, ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং, সাহিত্য, বিদেশে ভ্রমণসহ নানা কাজে আমাদের ইংরেজি জানা প্রয়োজন হয়। ইংরেজি শেখার সহজ কিছু কৌশল নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

এম এম  মুজাহিদ উদ্দীন
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২: ৫২
সহজে ইংরেজি শেখার ৬ কৌশল

পত্রিকা পড়ি ইংরেজি শিখি

আমাদের জীবনে পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। জীবনে ঘনিষ্ঠ এমন কোনো বিষয় নেই, যা পত্রিকায় নেই। বিসিএসসহ অন্য সরকারি-বেসরকারি চাকরি থেকে শুরু করে ব্যবসা, বাণিজ্য ইত্যাদি সেক্টরের ক্যারিয়ারের জন্য পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো যায়। ইংরেজিতে যাদের দুর্বলতা আছে, তাদের প্রথম দিকে পত্রিকা পড়তে কিছুটা বেগ পেতে হতে পারে। কিন্তু নিয়মিত পড়তে থাকলে ধীরে ধীরে সহজ হয়ে যাবে।

সিনেমা দেখি ইংরেজি শিখি

সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়। ভালো ইংরেজি মুভি দেখার মাধ্যমে আপনি জীবনের পাঠ নিতে পারবেন, পাশাপাশি ইংরেজিও শিখতে পারবেন। যেকোনো ভাষায় দক্ষতা আনতে হলে চারটি দক্ষতা অর্জন করতে হয়। তা হলো স্পিকিং, লিসেনিং, রিডিং ও রাইটিং। ইংরেজি মুভি দেখলে ইংরেজি ভাষার লিসেনিং স্কিল দারুণ বৃদ্ধি পায়। তা ছাড়া স্পিকিং স্কিল বাড়াতেও সহায়ক হয়। আর সাবটাইটেলসহ দেখলে রিডিং স্কিলও বাড়ে। যাঁদের ইংরেজি সিনেমা দেখার অভ্যাস নেই, তাঁরা শুরুতে সাবটাইটেলসহ দেখতে পারেন।

ইংরেজিতে বলুন

সাঁতার কাটা শিখতে হলে যেমন সাঁতার কাটতে হয়, ঠিক তেমনি কথা বলা শিখতে হলে কথা বলতে হবে। আমরা কিন্তু মায়ের ভাষা বাংলা কথা বলতে বলতে শিখেছি। শুরুটা করার ক্ষেত্রে জড়তা রাখা যাবে না। ভুল হবে, এই ভয় না রেখে ইংরেজিতে কথা বলতে হবে। ভুল হোক বা শুদ্ধ হোক, গ্রামার অনুসরণ হোক বা না হোক, বলা শুরু করুন। আজ থেকে ইংরেজিতে কথা বলা শুরু করুন। বিশ্বাস করেন, ইংরেজিতে কথা বলতে না পারার অন্যতম কারণ হলো আমাদের মধ্যে জড়তা। আমরা জড়তার জন্য ইংরেজিতে কথা বলি না, তাই শিখতেও পারি না।

লিখে লিখে শিখি

ইংরেজিতে লেখা শিখতে হলে আপনাকে লিখতে হবে। লেখা শুরু করতে হবে। ইংরেজিতে চ্যাট করতে পারেন, ফেসবুকে পোস্ট এবং মন্তব্য করতে পারেন। এ ছাড়া দৈনন্দিন কাজের বিষয়ও ইংরেজিতে লিখতে পারেন। বাংলা ভাষার মতো যখন ইংরেজিও ব্যবহার করবেন, তখন ইংরেজি হয়ে যাবে বাংলার মতো পরিচিত ভাষা, সহজ ভাষা। যেকোনো একটা টপিকস নিয়ে প্রতিদিন যদি লিখি, তাহলে তা আমাদের একাডেমিক পড়াশোনা এবং চাকরির পরীক্ষায়ও কাজে লাগবে।

শিখতে হলে পড়তে হবে

শিখতে হলে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। এই আপ্তবাক্যটি সবারই জানা। তাই প্রচুর পরিমাণে ইংরেজি পড়ুন। পত্রিকা, ম্যাগাজিন, ফিকশন, নন-ফিকশন বইসহ নানান কিছু পড়তে পারেন। পড়তে গিয়ে কোনো বাক্য বুঝতে না পারলে ইন্টারনেটের সহায়তা নিন। অনুবাদ করার অনেক ওয়েবসাইট আছে।

আপনার কাছে যা ভালো লাগে, তা-ই পড়ুন। পড়তে পড়তে দেখবেন, আপনার কাছে ইংরেজি আর ভীতিকর বিষয় থাকবে না। এটি সহজ হয়ে যাবে।

বিদেশে ভ্রমণ করুন

যেকোনো ভাষা শেখার অন্যতম একটা উপায় হলো, সেই ভাষার মানুষের সঙ্গে মেশা। তাই ইংরেজি ভাষাভাষী মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। বিদেশে ভ্রমণ করতে পারেন। বিদেশে ভ্রমণ করলে আপনাকে বাধ্য হয়ে ইংরেজি বলতে হবে। কয়েক দিন এভাবে বলতে বলতে আর শুনতে শুনতে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন। বিশেষ করে ইংরেজি বলা এবং শোনার দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে। সামর্থ্য আর সময়, সুযোগ হলেই বেরিয়ে পড়ুন বিশ্বভ্রমণে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত