রাহুল শর্মা, ঢাকা
চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সাত দিনের ছুটি চলছে সারা দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। সেই ছুটি শেষ হবে আগামী ২৭ এপ্রিল। ছুটি শেষে আগামী ২৮ এপ্রিল রোববার থেকে শিক্ষামন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।
আজ বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল রোববার থেকে শিক্ষামন্ত্রণালয়ের অধীন সারা দেশের স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের কোনো কার্যক্রম থেকে বিরত রাখারও নির্দেশ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে এবং ৪ মে থেকে শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
ছুটি না বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও এক নয়। তাই সব দিক বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)। মাউশির অফিস আদেশে বলা হয়, মাউশি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল। ২৬ এপ্রিল শুক্রবার ও ২৭ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আগামী ২৮ এপ্রিল রোববার যথারীতি খুলবে।
একই ধরনের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সাত দিনের ছুটি চলছে সারা দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। সেই ছুটি শেষ হবে আগামী ২৭ এপ্রিল। ছুটি শেষে আগামী ২৮ এপ্রিল রোববার থেকে শিক্ষামন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।
আজ বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষামন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল রোববার থেকে শিক্ষামন্ত্রণালয়ের অধীন সারা দেশের স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের কোনো কার্যক্রম থেকে বিরত রাখারও নির্দেশ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে এবং ৪ মে থেকে শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
ছুটি না বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও এক নয়। তাই সব দিক বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)। মাউশির অফিস আদেশে বলা হয়, মাউশি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল। ২৬ এপ্রিল শুক্রবার ও ২৭ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আগামী ২৮ এপ্রিল রোববার যথারীতি খুলবে।
একই ধরনের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
২ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে