Ajker Patrika

ঢাবি ভর্তি পরীক্ষা: সিলেট বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র শাবিপ্রবিতে

সিলেট প্রতিনিধি
ঢাবি ভর্তি পরীক্ষা: সিলেট বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র শাবিপ্রবিতে

১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু। এই পরীক্ষায় অংশ নেওয়া সিলেট বিভাগের ৪টি জেলার শিক্ষার্থীদের পরীক্ষা হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এ কেন্দ্রে পাঁচটি ইউনিটে ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী অংশ নিবে। 

জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। 

আগামী ১ অক্টোবর সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এ পরীক্ষায় অংশ নেবে ৩ হাজার ৩০৭ শিক্ষার্থী। ২ অক্টোবর সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবে ৯২২ জন শিক্ষার্থী। ৯ অক্টোবর সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘চ’ ইউনিটে (সাধারণ জ্ঞান) পরীক্ষা দেবে ২৬২ জন। ২২ অক্টোবর সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘গ’ ইউনিট পরীক্ষায় অংশ নিবে ৪২৮ শিক্ষার্থী। এ ছাড়া ২৩ অক্টোবর সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ১৮৩ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। 

ভর্তি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও শাবিপ্রবির ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পয়লা অক্টোবরের পরীক্ষায় শাবিপ্রবিতে সাতটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত