জামাল হোসেন
প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণি থেকে তোমরা পাই শব্দটির সঙ্গে পরিচিত আছ। এটি একটি অমূলদ সংখ্যা। এই পাই ব্যক্তিটি এমন, যাকে ছাড়া ব্যত্ত, জ্যামিতি, পদার্থ ও প্রকৌশলের হিসাব-নিকাশ কল্পনা করা যায় না। এসো এই পাইয়ের সম্পর্কে ৫টি মজার তথ্য জেনে নিই।
তথ্য-১:
পাই (π) একটি অমূলদ সংখ্যা, যার অর্থ এটি একটি ভগ্নাংশ বা দুটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাব প্রকাশ করা যায় না। এটিতে অসীম সংখ্যক অ-পুনরাবৃত্ত দশমিক সংখ্যা রয়েছে, যা এটিকে একটি আকর্ষণীয় গাণিতিক ধ্রুবক হিসেবে তৈরি করে।
তথ্য-২:
পাইকে সাধারণত ৩.১৪ আনুমানিক হিসেবে ধরা হয়। কিন্তু এটির দশমিক উপস্থাপনা পুনরাবৃত্তি ছাড়াই চিরতরে চলতে থাকে। প্রায় সবাই গণনার কাজ সহজ করতে আনুমানিক ৩.১৪ মান ধরে থাকে। তবে সাধারণ কাজে দশমিকের পর ১২ ঘরের থেকে বেশি মান তেমন একটা প্রয়োজন হয় না।
সারা দুনিয়ায় সবচেয়ে বড় বৃত্তের পরিধি গণনার জন্য ৩৯ ঘরের মান ব্যবহার করলে তার সূক্ষ্মতা হবে হাইড্রোজেনের পরমাণুর সমান।
তথ্য-৩:
পাই হাজার বছর ধরে পরিচিত। পাইয়ের ধারণাটি হাজার হাজার বছর ধরে গণিতে অধ্যয়ন এবং ব্যবহার করা হয়েছে। ব্যাবিলনীয়, মিসরীয় এবং গ্রিকদের মতো প্রাচীন সভ্যতা পাইয়ের মূল্য এবং জ্যামিতিতে এটির তাৎপর্য সম্পর্কে সচেতন ছিল বলে জানা গেছে।
তথ্য-৪:
পাই বৃত্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং সংযুক্ত। এটি একটি বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাতকে উপস্থাপন করে। বৃত্তের আকার যাই হোক না কেন, ব্যাসের পরিধির অনুপাত সব সময় পাই হবে। এই বৈশিষ্ট্য জ্যামিতি, পদার্থবিদ্যা এবং প্রকৌশলে পাইকে অপরিহার্য করে তোলে।
তথ্য-৫:
পাই দিবস হলো ১৪ মার্চ। প্রতি বছর ১৪ মার্চ অনুষ্ঠিত হয় এ পাই দিবস। এখানে পাইয়ের মান (৩.১৪) এর সঙ্গে মিল রেখে দিবসটি নির্ধারণ করা হয়েছে। পাই দিবসে বিভিন্ন ক্রিয়াকলাপ, গেমস এবং প্রতিযোগিতার মাধ্যমে গাণিতিক ধ্রুবককে অন্বেষণ এবং প্রশংসা করার মাধ্যমে পালন করা হয়।
প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণি থেকে তোমরা পাই শব্দটির সঙ্গে পরিচিত আছ। এটি একটি অমূলদ সংখ্যা। এই পাই ব্যক্তিটি এমন, যাকে ছাড়া ব্যত্ত, জ্যামিতি, পদার্থ ও প্রকৌশলের হিসাব-নিকাশ কল্পনা করা যায় না। এসো এই পাইয়ের সম্পর্কে ৫টি মজার তথ্য জেনে নিই।
তথ্য-১:
পাই (π) একটি অমূলদ সংখ্যা, যার অর্থ এটি একটি ভগ্নাংশ বা দুটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাব প্রকাশ করা যায় না। এটিতে অসীম সংখ্যক অ-পুনরাবৃত্ত দশমিক সংখ্যা রয়েছে, যা এটিকে একটি আকর্ষণীয় গাণিতিক ধ্রুবক হিসেবে তৈরি করে।
তথ্য-২:
পাইকে সাধারণত ৩.১৪ আনুমানিক হিসেবে ধরা হয়। কিন্তু এটির দশমিক উপস্থাপনা পুনরাবৃত্তি ছাড়াই চিরতরে চলতে থাকে। প্রায় সবাই গণনার কাজ সহজ করতে আনুমানিক ৩.১৪ মান ধরে থাকে। তবে সাধারণ কাজে দশমিকের পর ১২ ঘরের থেকে বেশি মান তেমন একটা প্রয়োজন হয় না।
সারা দুনিয়ায় সবচেয়ে বড় বৃত্তের পরিধি গণনার জন্য ৩৯ ঘরের মান ব্যবহার করলে তার সূক্ষ্মতা হবে হাইড্রোজেনের পরমাণুর সমান।
তথ্য-৩:
পাই হাজার বছর ধরে পরিচিত। পাইয়ের ধারণাটি হাজার হাজার বছর ধরে গণিতে অধ্যয়ন এবং ব্যবহার করা হয়েছে। ব্যাবিলনীয়, মিসরীয় এবং গ্রিকদের মতো প্রাচীন সভ্যতা পাইয়ের মূল্য এবং জ্যামিতিতে এটির তাৎপর্য সম্পর্কে সচেতন ছিল বলে জানা গেছে।
তথ্য-৪:
পাই বৃত্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং সংযুক্ত। এটি একটি বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাতকে উপস্থাপন করে। বৃত্তের আকার যাই হোক না কেন, ব্যাসের পরিধির অনুপাত সব সময় পাই হবে। এই বৈশিষ্ট্য জ্যামিতি, পদার্থবিদ্যা এবং প্রকৌশলে পাইকে অপরিহার্য করে তোলে।
তথ্য-৫:
পাই দিবস হলো ১৪ মার্চ। প্রতি বছর ১৪ মার্চ অনুষ্ঠিত হয় এ পাই দিবস। এখানে পাইয়ের মান (৩.১৪) এর সঙ্গে মিল রেখে দিবসটি নির্ধারণ করা হয়েছে। পাই দিবসে বিভিন্ন ক্রিয়াকলাপ, গেমস এবং প্রতিযোগিতার মাধ্যমে গাণিতিক ধ্রুবককে অন্বেষণ এবং প্রশংসা করার মাধ্যমে পালন করা হয়।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
২ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে