Ajker Patrika

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা: ম্যাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ে ২৪ বৃত্তি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৮: ০৩
নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা: ম্যাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ে ২৪ বৃত্তি

নেদারল্যান্ডসের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাস্ট্রিক্ট ইউনিভার্সিটি। এটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৬ সালে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি উচ্চ মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক ও দুই বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার জন্য বৃত্তি দেবে। বৃত্তিটি অর্থায়ন করবে ‘ম্যাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ’-এর আওতায় ডাচ শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়। বাংলাদেশের শিক্ষার্থীরা এই বৃত্তি অর্জনের জন্য আবেদন করতে পারবেন। বৃত্তি-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাচ্ছেন মারুফা মাহজাবীন মম।

বৃত্তির সংখ্যা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মোট ২৪টি বৃত্তির সুযোগ রয়েছে।

বৃত্তির পরিমাণ
টিউশন ফি মওকুফ, উপবৃত্তিসহ এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদনের খরচ, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণের খরচের জন্য ৩০ হাজার ইউরো বা প্রায় ৩৬ লাখ ১৪ হাজার টাকা দেওয়া হবে। মূলত ইউএম ইন্টারন্যাশনাল সার্ভিসেস ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের এই অর্থ দেওয়া হয়ে থাকে।

প্রোগ্রামের সময়কাল
শিক্ষার্থীরা দুটি মেয়াদের স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে এক বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ১৩ মাস ও দুই বছরমেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য নির্ধারিত সময় ২৫ মাস।

আবেদনের যোগ্যতা
■ আবেদনকারীকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, সুইজারল্যান্ড ও সুরিনাম দেশের বাইরে ভিন্ন কোনো দেশের নাগরিক হতে হবে।
■ ১ সেপ্টেম্বর ২০২৪-এ আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
■ নেদারল্যান্ডসে এন্ট্রি ভিসা পাওয়ার যোগ্য হতে হবে।
■  ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য মাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে নির্ধারিত সব শর্ত পূরণ করে ভর্তির জন্য আবেদন করতে হবে।
■ নেদারল্যান্ডসে ডিগ্রি সন্ধানী উচ্চশিক্ষা প্রোগ্রামে কখনো অংশ নেওয়া হয়নি, এমন শিক্ষার্থীরা কেবল আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় নথি
■ আবেদনকারীর জীবনবৃত্তান্ত
■ মোটিভেশনালপত্র
■ একাডেমিক ভালো ফলের প্রমাণ হিসেবে নম্বরপত্র বা সনদ
■ আর্থিক প্রয়োজনের ব্যক্তিগত বিবৃতি
■ রেফারেন্স চিঠি

আবেদনের প্রক্রিয়া
শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে আবেদনকারীকে স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর মধ্য থেকে যেকোনো একটির জন্য নিবন্ধন করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করতে এবং বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে
সূত্র: ম্যাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত