Ajker Patrika

রাবিতে দুই শিক্ষককে স্থায়ী অব্যাহতি, আরেকজনের পদোন্নতি স্থগিত

রাবি প্রতিনিধি
রাবিতে দুই শিক্ষককে স্থায়ী অব্যাহতি, আরেকজনের পদোন্নতি স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে স্থায়ী অব্যাহতি ও একজনের চার বছরের পদোন্নতি ও ইনক্রিমেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার রাতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়। 

স্থায়ী অব্যাহতি প্রাপ্ত শিক্ষকেরা হলেন-মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা সুলতানা। 

সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। তিনি বলেন, ‘বিধিবহির্ভূতভাবে দীর্ঘদিন কর্মস্থল থেকে বাইরে থাকায় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবাকে এবং সুপারভাইজার ও ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে মাতৃত্বকালীন ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থল থেকে দূরে থাকায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা সুলতানাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছ।’ 

সাদিকুল ইসলাম সাগর আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় আগামী চার বছর তাঁর প্রমোশন ও ইনক্রিমেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’ 

সাদিকুল ইসলাম সাগর জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত