Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হয়েছে। তবে পরীক্ষার সূচিতে সংশোধন আনা হয়েছে। 

গতকাল রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়, ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষা সোমবার (৭ ফেব্রুয়ারি) শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও এটি শেষ হবে ১৯ ফেব্রুয়ারি। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, উচ্চাঙ্গ সংগীত (ব্যবহারিক) ২য় পত্র পরীক্ষা হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী এদিন গণিত ও উচ্চাঙ্গ সংগীত (ব্যবহারিক) ২য় পত্র পরীক্ষা হবে। 

অন্য তারিখগুলোতে পরীক্ষার বিষয় ঠিক থাকলেও উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে ১৪ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এবং ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ ১ম পত্র এবং ১৯ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এবং ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ ২য় পত্র পরীক্ষা হবে। 

এর আগে গত ২৫ জানুয়ারি পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তিতে ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারির মধ্যে স্থগিত পরীক্ষাগুলো শেষ হবে বলে জানানো হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত