Ajker Patrika

সিঙ্গাপুরে ২৪০ সরকারি বৃত্তি

শাহরিয়ার সিমন
সিঙ্গাপুরে ২৪০ সরকারি বৃত্তি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য বৃত্তি দিচ্ছে সিঙ্গাপুর সরকার। স্নাতক সম্পন্নকারী গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটি অর্জনের জন্য আবেদন করতে পারবেন।

অন্তর্ভুক্ত প্রোগ্রাম: পিএইচডি

অন্তর্ভুক্ত বিষয়
» বায়োমেডিকেল সায়েন্সেস

» ফিজিক্যাল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

বৃত্তির সংখ্যা: ২৪০টি

অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস), নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এসটিইউ) বা দ্য সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি)–বৃত্তির আওতায় শিক্ষার্থীরা গবেষণাকাজ করার জন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচন করতে পারেন।

সুযোগ-সুবিধা
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফিসহ চার বছর পর্যন্ত পিএইচডি অধ্যয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। টিউশন ফি ও আর্থিক সহায়তার পাশাপাশি মাসিক উপবৃত্তি হিসেবে ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার, সেটেলমেন্ট অ্যালাউন্স বা নিষ্পত্তি ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুরি ডলার ও বিমান ভাড়া হিসেবে ১ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার পর্যন্ত দেওয়া হবে।

প্রয়োজনীয় যোগ্যতা
» গবেষণা ও চমৎকার একাডেমিক ফলাফলের জন্য আগ্রহী সব আন্তর্জাতিক স্নাতকদের জন্য এই বৃত্তির সুযোগ উন্মুক্ত।

» ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় বিশেষ পারদর্শী তথা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

» অ্যাকাডেমিক রেফারেন্স প্রদানকারীদের কাছ থেকে ভালো রিপোর্ট।

আবেদনের প্রক্রিয়া
সিঙ্গাপুরে পিএইচডি প্রোগ্রামে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তি ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনের শেষ সময় ১ জুন ২০২৪।

সূত্র: এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত