Ajker Patrika

এনএসইউতে সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফলাফল জানা যাবে ওয়েবসাইটে

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৬: ৫৮
এনএসইউতে সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফলাফল জানা যাবে ওয়েবসাইটে

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২০২৪ সালের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগে চারটি স্কুলে ভর্তির (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) জন্য প্রায় ৭ হাজার ৪০০ পরীক্ষার্থী অংশ নেন। তিন-চার দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল এনএসইউয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে। 

স্কুল চারটি হলো—স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস। 

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে পরিবেশ ছিল উৎসবমুখর। আজ সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২:৩৫টায় পরীক্ষা শেষ হয়।

পরীক্ষার হল পরিদর্শন শেষে সমবেত অভিভাবকদের উদ্দেশে এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম তাঁদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য এনএসইউকে বেছে নেওয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শিক্ষার্থীকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এনএসইউতে যোগ দেবে, তারা এনএসইউয়ের উদার ও মানবিক পরিবেশ গ্রহণ করবে। তাদের জীবনে ও পেশাগত ক্ষেত্রে তা কাজে লাগাবে।’ 

এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। 

অফিস অব অ্যাডমিশনের (আন্ডারগ্র্যাড) পরিচালক অধ্যাপক কে এম এ সালাম বলেন, ‘ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা আনন্দিত। খুব শিগগিরই এনএসইউর ওয়েবসাইট ও ফেসবুক পেজে ফল প্রকাশ করা হবে।’

এনএসইউ অ্যাডমিশন অফিস তিন-চার দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার করা হবে বলে জানায়। ফলাফলের জন্য এনএসইউর অফিশিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত