নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার বেসরকারি বিদ্যালয়ের প্রাথমিক স্তরে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে ৫ দফা নির্দেশনাও দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ সোমবার মাউশি সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, যেসব সরকারি ও বেসরকারি স্কুলে প্রাথমিক শ্রেণি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) রয়েছে সেখানেও বৃহস্পতিবার পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ে যথারীতি ক্লাস চলবে। কারণ, ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন পরীক্ষা রয়েছে। মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, তাপপ্রবাহের সতর্কবার্তা অনুসারে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে যে সব বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী ৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।
পাঁচ দফা নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম করা যাবে না এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি নিয়ে আসবে।
আরও বলা হয়, শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখা এবং কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখতে অফিসে আদেশে বলা হয়।
এর আগে গতকাল রোববার সারা দেশে তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ৫ জুন ( আজ সোমবার) থেকে ৮ জুন (আগামী বৃহস্পতিবার) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়।
তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার বেসরকারি বিদ্যালয়ের প্রাথমিক স্তরে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে ৫ দফা নির্দেশনাও দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ সোমবার মাউশি সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, যেসব সরকারি ও বেসরকারি স্কুলে প্রাথমিক শ্রেণি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) রয়েছে সেখানেও বৃহস্পতিবার পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ে যথারীতি ক্লাস চলবে। কারণ, ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন পরীক্ষা রয়েছে। মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, তাপপ্রবাহের সতর্কবার্তা অনুসারে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে যে সব বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী ৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।
পাঁচ দফা নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম করা যাবে না এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি নিয়ে আসবে।
আরও বলা হয়, শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখা এবং কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখতে অফিসে আদেশে বলা হয়।
এর আগে গতকাল রোববার সারা দেশে তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ৫ জুন ( আজ সোমবার) থেকে ৮ জুন (আগামী বৃহস্পতিবার) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমান) কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
৬ ঘণ্টা আগেইতালির ইউনিভার্সিটি অব পিসা স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২১ ঘণ্টা আগে৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের হল পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত আনন্দ মোহন কলেজের পরিবর্তে লিখিত পরীক্ষা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ দিন আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১ দিন আগে