Ajker Patrika

প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি: সতর্ক হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি: সতর্ক হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

পাবলিক পরীক্ষায় প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে ‘৭১ এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আমরা কাকে প্রশ্নকর্তা ও মডারেটর হিসেবে দায়িত্ব দিচ্ছি সে ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। সব বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে। এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা কারা করেছেন এরই মধ্যে চিহ্নিত করেছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত রোববার সারা দেশে এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডের ‘কাসালাং’ সেটের নাটক-সিরাজউদ্দৌলা অংশের ১১ নং প্রশ্নে সাম্প্রদায়িক বিষয়টি উঠে আসে। 

কী কারণে এমন প্রশ্ন হলো তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, ‘আমাদের তদন্ত চলছে। এটা কী অবহেলাজনিত না ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এটা দেখা অবশ্যই দরকার। সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’ 

ভবিষ্যতে এমন যেন কিছু না হয় সেই বিষয়ে মন্ত্রী বলেন, ‘এখন প্রশ্নের পুরো প্রক্রিয়ায় প্রশ্ন একজন সেট করেন, আর একজন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছাবার আগ পর্যন্ত এটা কারও দেখার সুযোগ থাকে না।’ 

দীপু মনি বলেন, ‘আমাদের প্রশ্নকর্তা ও প্রশ্ন মডারেট যারা করেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়। তারপরেও কেউ যদি এটা করেন সেটা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।’ 

তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন আসলে সিদ্ধান্ত নেব তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ