Ajker Patrika

চবির সব পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ঢাকা পৌঁছে দেবে কর্তৃপক্ষ

প্রতিনিধি
চবির সব পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ঢাকা পৌঁছে দেবে কর্তৃপক্ষ

চবি (চট্টগ্রাম): সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সব ধরনের পরীক্ষা রোববার (২৭ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। 

তিনি বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সব ধরনের পরীক্ষা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা দ্রুত সময়ের মধ্যে এই পরীক্ষা নিয়ে নিব। পাশাপাশি আমরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকা পর্যন্ত পৌঁছে দিব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি তদারকি করবেন। আগামীকাল রোববার বেলা ১২টায় শিক্ষার্থীদের নিয়ে প্রয়োজনীয় সংখ্যক বাস ঢাকার উদ্দেশে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবে। যারা ঢাকা যেতে ইচ্ছুক তাঁরা যেন প্রক্টরের সঙ্গে যোগাযোগ করে। 

প্রসঙ্গত, এর আগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন ঘোষণা করে। এর আগে গত ৯ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেওয়া শুরু হয়। এরই মধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা সমাপ্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত