Ajker Patrika

ছাত্র অধিকারের নেতৃত্বে বিন ইয়ামিন-আদীব 

প্রতিনিধি, ঢাবি
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২৩: ৩৮
ছাত্র অধিকারের নেতৃত্বে বিন ইয়ামিন-আদীব 

কোটা সংস্কার আন্দোলন থেকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা মহানগরের সাবেক সমন্বয়ক মোল্লা রহমাতুল্লাহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার মো. আবু হানিফ। 

আজ বিকেলে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক এই তিনটি পদে নির্বাচন হয়। পরবর্তী সময়ে তিন পদে নির্বাচিতরা ও নীতি নির্ধারকেরা সমন্বয় করে ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে বলে জানা যায়। 

কেন্দ্রীয় সকল নেতারা পদাধিকার বলে পাশাপাশি বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও সমমান কমিটিগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হিসেবে ভোট দিয়েছেন বলে জানা যায়। 

সর্বমোট ভোটার ২৯৪ জন। ভোট দেন ২৪১ জন। যা সর্বমোট ভোটের ৮১ শতাংশেরও বেশি। 

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে ২০১৮ সালে গঠিত হয়েছিল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই সংগঠনের প্যানেল থেকে প্রার্থী হয়ে ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর। তাঁর আরেক সঙ্গী আখতার হোসেন হয়েছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই সংগঠনের নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...