Ajker Patrika

একইদিনে দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নয়, প্রকৌশল গুচ্ছের পরীক্ষা ৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একইদিনে দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নয়, প্রকৌশল গুচ্ছের পরীক্ষা ৬ আগস্ট

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা যাতে একই দিনে না পড়ে সে বিষয়ে বদ্ধপরিকর উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ। 

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ কথা জানানো হয়। 

সভায় প্রকৌশল গুচ্ছের উপাচার্যরা জানান, গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ‍ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। 

ভর্তির নীতিমালাসহ শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে নিশ্চিত করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ।

তিনি বলেন, ‘আগামী ৬ আগস্ট আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি আজকের সভায় চূড়ান্ত করা হয়েছে। ভর্তির নীতিমালাসহ যাবতীয় বিষয় আমাদের সাধারণ ভর্তি কমিটির সভায় ঠিক করা হবে।’

এদিকে আগামী ৩১ আগস্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। আবেদন শুরু হবে ১৮ মে থেকে। ১৬ জুন পর্যন্ত আবেদন করা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নূরুল আলম।

তিনি বলেন, ‘উপাচার্য পরিষদের সভায় আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছি। সেটি নিয়ে কারও কোনো আপত্তি না থাকায় পূর্ব নির্ধারিত তারিখই চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ৩, ১০ এবং ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেটি উপাচার্য পরিষদকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন। 

বৈঠকের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেন একই সময়ে না পড়ে তাই আমরা বৈঠক করেছি। কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একইদিনে পড়েনি। কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। তাদের অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কখন তা জানিয়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত