দিনাজপুর প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পাশের হার ৭৭ দশমিক ৫৬ ভাগ। বরাবরের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। তবে দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর বিভাগের ২০টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাশ করেনি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ফলাফল ঘোষণা করেন দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আবদুস সামাদ আজাদ। এ সময় সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে মোট ৬৬৫টি কলেজের ২০৪টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১২ হাজার ১১৫ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২৯৫। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ১৮৫ ও ছাত্রীর সংখ্যা ৮ হাজার ১১০।
২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৫৯ শিক্ষার্থী। ওই বছর ছাত্রের পাশের হার ৭৩ দশমিক ৯৭ এবং ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ১ ভাগ। অর্থাৎ পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। দিনাজপুর বোর্ড থেকে এ বছর শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ১৫টি এবং একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন কলেজের সংখ্যা ২০ টি।
এইচএসসি পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পাশের হার ৭৭ দশমিক ৫৬ ভাগ। বরাবরের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। তবে দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর বিভাগের ২০টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাশ করেনি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ফলাফল ঘোষণা করেন দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আবদুস সামাদ আজাদ। এ সময় সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে মোট ৬৬৫টি কলেজের ২০৪টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১২ হাজার ১১৫ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২৯৫। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ১৮৫ ও ছাত্রীর সংখ্যা ৮ হাজার ১১০।
২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৫৯ শিক্ষার্থী। ওই বছর ছাত্রের পাশের হার ৭৩ দশমিক ৯৭ এবং ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ১ ভাগ। অর্থাৎ পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। দিনাজপুর বোর্ড থেকে এ বছর শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ১৫টি এবং একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন কলেজের সংখ্যা ২০ টি।
পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরা ২০ সংগঠককে সম্মাননা দেওয়া হয়েছে। বছরজুড়ে সারা দেশের বিভিন্ন শাখার সদস্যদের বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেরা সংগঠকদের হাতে সম্মাননা হিসেবে সনদ ও বই তুলে দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান।
৫ মিনিট আগেইতালিতে মিলান ইউনিভার্সিটি এক্সিলেন্স বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
২০ মিনিট আগেএইচএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, বরং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিত্তি। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে।
২৫ মিনিট আগে২০২৪ সালের ২ মে। পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করে পাঠকবন্ধু। পাঠপ্রেমী কিছু উদ্যমী তরুণের হাত ধরে শুরু হওয়া এই যাত্রা গত শুক্রবার এক বছর পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে