Ajker Patrika

গবেষণা সহায়ক দুটি অ্যাপ

সাব্বির হোসেন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শত শত শিক্ষার্থী গবেষণা নিয়ে পড়ে থাকেন অন্ধকারে। একে একে বছর পেরোয়, স্নাতকোত্তরও শেষ হয়ে যায়, কিন্তু গবেষণার স্বাদ গ্রহণ করা হয় না। ঠিক সেই জায়গা থেকেই দুটি অ্যাপ বদলে দিচ্ছে তরুণ গবেষকদের গল্প। ‘গবেষণা ১০১’ এবং ‘গবেষণায় হাতেখড়ি’—এ দুটি মোবাইল অ্যাপ, যা স্মার্টফোনের স্ক্রিনে গবেষণার পুরো নকশা সহজ করে তুলে ধরছে শিক্ষার্থীদের সামনে।

গবেষণা স্কুল এখন হাতের মুঠোয়

বাংলা ভাষায় তৈরি অ্যাপ ‘গবেষণা ১০১’ মূলত নতুন গবেষকদের হাতে-কলমে শেখানোর জন্য তৈরি করা হয়েছে। এখানকার প্রতিটি মডিউল এমনভাবে সাজানো হয়েছে, যেন একজন শিক্ষার্থী গবেষণার শূন্য স্তর থেকে শুরু করে নিজের একটি পূর্ণাঙ্গ থিসিস বা প্রজেক্ট তৈরি করতে পারেন।

এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

  • গবেষণার সংজ্ঞা ও গুরুত্ব
  • থিসিস লেখার কাঠামো ও ধাপ
  • রেফারেন্স স্টাইল (APA, MLA)
  • Plagiarism সম্পর্কে সচেতনতা
  • স্কলারশিপ, জার্নাল নির্বাচন ও পিয়ার রিভিউ-বিষয়ক টিপস
  • ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ও বাংলা ভাষার উপস্থাপন

গবেষণার প্রথম পাঠ শেখার প্ল্যাটফর্ম

‘গবেষণায় হাতেখড়ি’ অ্যাপটি গবেষণার প্রতি আগ্রহী, কিন্তু প্রাথমিক ধারণা না থাকা শিক্ষার্থীদের জন্য এক আদর্শ গাইড। এই অ্যাপে গবেষণার ভাষা, কাঠামো, শৈলী—সবকিছু ধাপে ধাপে শেখানো হয়েছে। একজন শিক্ষার্থী কেবল নিজের বিষয় ঠিক করে অ্যাপে প্রবেশ করলেই পেয়ে যাবেন তাঁর জন্য নির্দিষ্ট নির্দেশনা।

অ্যাপের মূল বৈশিষ্ট্য

  • কীভাবে একটি গবেষণা সমস্যার নির্বাচন করবেন
  • গবেষণার প্রশ্ন ও উদ্দেশ্য তৈরির নিয়ম
  • রিসার্চ ডিজাইন ও মেথডোলজি ব্যাখ্যা
  • তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি
  • Turnitin ও অন্যান্য টুল সম্পর্কে গাইডলাইন
  • বাংলা ভাষায় সংক্ষিপ্ত অথচ প্রাঞ্জল ব্যাখ্যা

এই অ্যাপ শুধু থিওরিটিক্যাল দিক নয়, বরং হাতে-কলমে গবেষণা শেখানোর কাজটিও করে। অনেক সময় শিক্ষার্থীরা ভাষা ও কাঠামোগত ভুলে ভালো গবেষণাপত্র তৈরি করতে ব্যর্থ হয়— এই অ্যাপ ঠিক সেখানেই সহায়তা করে।

প্রযুক্তি ও ভাষার মিলনে শিক্ষায় বিপ্লব

আমরা অনেক সময় ভাবি, গবেষণা হলো উচ্চমার্গের কাজ, যেটা শুধু কিছু গুটি কয়েক মেধাবী শিক্ষার্থীই করতে পারেন। কিন্তু এই অ্যাপ দুটি দেখিয়ে দিচ্ছে, গবেষণা শেখা কোনো অসাধ্য কিছু নয়, শুধু প্রয়োজন সঠিক নির্দেশনা এবং সহায়ক পরিবেশ। প্রযুক্তি আর মাতৃভাষা মিলিয়ে এই অ্যাপগুলো একটি বিপ্লব ঘটাচ্ছে উচ্চ শিক্ষার জগতে।

আর সবচেয়ে বড় বিষয়, এই অ্যাপগুলো পাওয়া যাবে সম্পূর্ণ বিনা মূল্যে। ফলে গ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে শহরের যে কেউ এই অ্যাপের মাধ্যমে গবেষণার পথচলা শুরু করতে পারেন।

বর্তমান যুগে মোবাইল ফোন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং জ্ঞানেরও এক অপার সম্ভাবনা। ‘গবেষণা ১০১’ এবং ‘গবেষণায় হাতেখড়ি’ অ্যাপ দুটি প্রমাণ করেছে যে প্রযুক্তি শিক্ষার শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। যদি তা সঠিকভাবে কাজে লাগানো যায়। একজন গবেষকের যাত্রা শুরু হয় প্রশ্ন থেকে, আর এই প্রশ্নের উত্তর খোঁজার পথেই তৈরি হয় একটি গবেষণা।

ডাউনলোড লিংক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত