মারুফা মাহজাবীন মম
টাইমস হায়ার এডুকেশনের মতে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডে অবস্থিত শিক্ষা ও গবেষণায় সেরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘রোডস স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় মাসে ১ হাজার ৫৯১ পাউন্ড বা বছরে ১৯ হাজার ৯২ পাউন্ড তহবিল হিসেবে দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
⬤ সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
⬤ বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে।
⬤ বাসস্থান খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাত্রার খরচ হিসেবে তহবিল দেওয়া হবে।
⬤ ভিসা ফি বাবদ খরচ দেওয়া হবে।
⬤ স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
⬤ স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৭০ পেতে হবে।
⬤ স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দেরিতে স্নাতক সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ২৭ বছরের কম এবং ১ অক্টোবর, ২০২৩-এ বা এরপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
⬤ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে হবে।
প্রয়োজনীয় নথি
⬤ জীবনবৃত্তান্ত
⬤ জন্মনিবন্ধন
⬤ জাতীয় পরিচয়পত্র
⬤ পাসপোর্ট
⬤ একাডেমিক ট্রান্সক্রিপ্ট
⬤ একাডেমিক বিবৃতি
⬤ ব্যক্তিগত বিবৃতি
⬤ টোয়েফল/আইইএলটিএস সনদ
⬤ রেফারেন্স লেটার
আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২৪।
আবেদনের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে রোডস বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটে।
সূত্র: রোডস ট্রাস্ট ওয়েবসাইট।
টাইমস হায়ার এডুকেশনের মতে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডে অবস্থিত শিক্ষা ও গবেষণায় সেরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘রোডস স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় মাসে ১ হাজার ৫৯১ পাউন্ড বা বছরে ১৯ হাজার ৯২ পাউন্ড তহবিল হিসেবে দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
⬤ সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
⬤ বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে।
⬤ বাসস্থান খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাত্রার খরচ হিসেবে তহবিল দেওয়া হবে।
⬤ ভিসা ফি বাবদ খরচ দেওয়া হবে।
⬤ স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
⬤ স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৭০ পেতে হবে।
⬤ স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দেরিতে স্নাতক সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ২৭ বছরের কম এবং ১ অক্টোবর, ২০২৩-এ বা এরপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
⬤ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে হবে।
প্রয়োজনীয় নথি
⬤ জীবনবৃত্তান্ত
⬤ জন্মনিবন্ধন
⬤ জাতীয় পরিচয়পত্র
⬤ পাসপোর্ট
⬤ একাডেমিক ট্রান্সক্রিপ্ট
⬤ একাডেমিক বিবৃতি
⬤ ব্যক্তিগত বিবৃতি
⬤ টোয়েফল/আইইএলটিএস সনদ
⬤ রেফারেন্স লেটার
আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২৪।
আবেদনের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে রোডস বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটে।
সূত্র: রোডস ট্রাস্ট ওয়েবসাইট।
থাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৩ ঘণ্টা আগেবর্তমান যুগ প্রযুক্তি ও জ্ঞানের যুগ। একাডেমিক ডিগ্রি যতটা গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনে টিকে থাকতে ততটাই প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন এখন সময়ের চাহিদা। এ পরিস্থিতিতে চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগে