Ajker Patrika

আগস্টে শুরু হতে পারে গুচ্ছের নতুন বর্ষের ক্লাস: জবি উপাচার্য

জবি প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২৩, ১৮: ০৩
আগস্টে শুরু হতে পারে গুচ্ছের নতুন বর্ষের ক্লাস: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানিয়েছেন, জুলাইয়ে যদি সম্ভব না হয়, তবে আগস্টের প্রথম সপ্তাহে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

আজ শনিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ইমদাদুল হক বলেন, ‘আমরা একটা সেশন এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। সব সময় আমাদের বদনাম হয় যে আমরা দেরিতে ক্লাস শুরু করি ও সেশনজট হয়। আগস্টে ক্লাস শুরু হলে আমরা ছয় মাস এগিয়ে যেতে পারব। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকাংশে উপকৃত হবে। তারা একটা সেশন এগিয়ে যেতে পারবে।’

ইমদাদুল হক আরও বলেন, ‘পরীক্ষার ফল দু-তিন দিনের মধ্যে প্রকাশ করা হবে। আমরা কেন্দ্রীয়ভাবে চয়েজ ফরম দেব। কাউকে বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। তাদের চয়েজ অনুযায়ী আমরা তাদের সাবজেক্ট দেব। পরবর্তীকালে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।’

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিভিন্ন হল পরিদর্শন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এবং প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত