Ajker Patrika

চবির বি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৯ শতাংশ

চবি প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৩, ১৯: ৩৬
চবির বি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৯ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৪২ হাজার ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী। অনুত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৮৩৫ জন। 

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়। 

বি ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক বলেন, ‘৪২ হাজার ১৯০টি ওএমআর শিট প্রসেস করেছি। পরীক্ষায় পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ। মোট পাস করেছে ১২ হাজার ৩৫৫ জন। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০২ দশমিক ২৫।’ 

চবির ‘বি’ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএর ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত