Ajker Patrika

এইচএসসি বিশেষ পরামর্শ

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র

শিক্ষা ডেস্ক
মোহাম্মদ মাজেদুল হক খান
মোহাম্মদ মাজেদুল হক খান

প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে ভালো ফল অর্জনে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে ভালো নম্বর অর্জনের ক্ষেত্রে অবশ্যই প্রথম পত্রকে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা প্রথম পত্রটি অঙ্কনির্ভর। সুতরাং অধ্যায়ভিত্তিক সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারলে ভালো নম্বর পাওয়া যাবে। ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঁচটি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায়টি থিওরিভিত্তিক এবং অন্য অধ্যায়গুলো অঙ্কনির্ভর।

প্রথম অধ্যায়

এই অধ্যায় থেকে যে বিষয়গুলোর ওপর জোর দিতে হবে তা হলো—অর্থায়নের প্রকারভেদ, অর্থায়নের নীতিমালা ও অর্থায়নের লক্ষ্য। টপিকগুলো বিশেষ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে। তা ছাড়া বহুনির্বাচনি প্রশ্নের জন্য অর্থায়নের ক্রমবিকাশ ভালোভাবে দেখতে হবে।

তৃতীয় অধ্যায়

অর্থের সময় মূল্য: এই অধ্যায় থেকে সব সময় অঙ্ক থাকে। সে ক্ষেত্রে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, মিশ্র নগদ প্রবাহ, অ্যানুইটির বর্তমান ও ভবিষ্যৎ মূল্য, প্রকৃত সুদের হার, সুদের হার নির্ণয় প্রক্রিয়া ও ঋণ পরিশোধ সূচি—এই টপিকগুলোয় অঙ্ক থাকে। থিওরির জন্য নামিক সুদ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, বাট্টাকরণ, চক্রবৃদ্ধিকরণ অগ্রিম বার্ষিক বৃত্তি, সাধারণ বার্ষিক বৃত্তি ‘Rule-72’, ‘Rule-69’ ইত্যাদি।

ষষ্ঠ অধ্যায়

দীর্ঘমেয়াদি অর্থায়ন: এই অধ্যায় থেকে তুলনামূলকভাবে সহজে গাণিতিক প্রশ্নের উত্তর দেওয়া যায়। তাই এই অধ্যায়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। তা ছাড়া থিওরি দিয়েও সৃজনশীল প্রশ্ন হতে পারে। অঙ্কনির্ভর যেসব টপিক থেকে প্রশ্ন থাকে, তা হলো বন্ডের মূল্য নির্ধারণ। সে ক্ষেত্রে কুপন বন্ড বা পরিশোধ বন্ডের মূল্য নির্ধারণ, জিরো কুপন বন্ডের মূল্য নির্ধারণ এবং চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ধারণ। বন্ড হতে প্রাপ্তি: মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয়; তলব সময় পর্যন্ত আয়ের হার বা ইল্ড টু কল এবং চলতি ইল্ড।

থিওরির জন্য: বিএসইসি অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড সিকিউরিটি বলা হয়, শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য, বিভিন্ন ধরনের বন্ডের প্রকারভেদ, নিমজ্জিত তহবিল, বন্ড ইনভেঞ্চার ইত্যাদি।

অষ্টম অধ্যায়

মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত: এই অধ্যায় থেকে কমপক্ষে দুটি অঙ্ক থাকে। এখানে পে-ব্যাক পিরিয়ড বা PBP থেকে সহজে অঙ্কের উত্তর দেওয়া যায়। এ ক্ষেত্রে সমান নগদ প্রবাহ ও মিশ্র নগদ প্রবাহ দুটি দিয়েই অঙ্ক আসতে পারে।

গড় আয়ের হার ARR, নিট

বর্তমান মূল্য (NPV) এবং আন্তআয় হার (আইআরআর) এ চারটি কৌশল দিয়ে সব সময় অঙ্ক থাকে। থিওরির জন্য স্বাধীন প্রকল্প, পরস্পর বর্ধনশীল প্রকল্প, মূলধন বরাদ্দকরণ, মূলধন বাজেটিং, পে-ব্যাক সময় ও গড় আয় হারের সীমাবদ্ধতা ইত্যাদি।

বিশেষ নির্দেশনা

অঙ্ক সমাধানের জন্য পে-ব্যাক, নিট বর্তমান আয় ও আন্তআয়ের হার পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই নগদ আন্তপ্রবাহ দিয়ে সমাধান করতে হবে। এ ক্ষেত্রে নগদ আন্তপ্রবাহ না থাকলে বের করে নিতে হবে। আর গড় আয়ের হার নির্ণয়ের ক্ষেত্রে নিট মুনাফা থাকলেও হবে, না থাকলে বের করে নিতে হবে।

নবম অধ্যায়

ঝুঁকি ও মুনাফার হার: থিওরির জন্য ঝুঁকির প্রকারভেদ ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এই অধ্যায় থেকে দুটি অঙ্ক আসতে পারে, সে ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি নির্ণয়। বিভেদাঙ্ক, পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও আয়, CAPM মডেলের মাধ্যমে পত্যাশিত আয় নির্ণয়।

লেখক: মোহাম্মদ মাজেদুল হক খান, সহযোগী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত