এইচএসসি বিশেষ পরামর্শ
শিক্ষা ডেস্ক
প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে ভালো ফল অর্জনে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে ভালো নম্বর অর্জনের ক্ষেত্রে অবশ্যই প্রথম পত্রকে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা প্রথম পত্রটি অঙ্কনির্ভর। সুতরাং অধ্যায়ভিত্তিক সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারলে ভালো নম্বর পাওয়া যাবে। ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঁচটি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায়টি থিওরিভিত্তিক এবং অন্য অধ্যায়গুলো অঙ্কনির্ভর।
প্রথম অধ্যায়
এই অধ্যায় থেকে যে বিষয়গুলোর ওপর জোর দিতে হবে তা হলো—অর্থায়নের প্রকারভেদ, অর্থায়নের নীতিমালা ও অর্থায়নের লক্ষ্য। টপিকগুলো বিশেষ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে। তা ছাড়া বহুনির্বাচনি প্রশ্নের জন্য অর্থায়নের ক্রমবিকাশ ভালোভাবে দেখতে হবে।
তৃতীয় অধ্যায়
অর্থের সময় মূল্য: এই অধ্যায় থেকে সব সময় অঙ্ক থাকে। সে ক্ষেত্রে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, মিশ্র নগদ প্রবাহ, অ্যানুইটির বর্তমান ও ভবিষ্যৎ মূল্য, প্রকৃত সুদের হার, সুদের হার নির্ণয় প্রক্রিয়া ও ঋণ পরিশোধ সূচি—এই টপিকগুলোয় অঙ্ক থাকে। থিওরির জন্য নামিক সুদ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, বাট্টাকরণ, চক্রবৃদ্ধিকরণ অগ্রিম বার্ষিক বৃত্তি, সাধারণ বার্ষিক বৃত্তি ‘Rule-72’, ‘Rule-69’ ইত্যাদি।
ষষ্ঠ অধ্যায়
দীর্ঘমেয়াদি অর্থায়ন: এই অধ্যায় থেকে তুলনামূলকভাবে সহজে গাণিতিক প্রশ্নের উত্তর দেওয়া যায়। তাই এই অধ্যায়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। তা ছাড়া থিওরি দিয়েও সৃজনশীল প্রশ্ন হতে পারে। অঙ্কনির্ভর যেসব টপিক থেকে প্রশ্ন থাকে, তা হলো বন্ডের মূল্য নির্ধারণ। সে ক্ষেত্রে কুপন বন্ড বা পরিশোধ বন্ডের মূল্য নির্ধারণ, জিরো কুপন বন্ডের মূল্য নির্ধারণ এবং চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ধারণ। বন্ড হতে প্রাপ্তি: মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয়; তলব সময় পর্যন্ত আয়ের হার বা ইল্ড টু কল এবং চলতি ইল্ড।
থিওরির জন্য: বিএসইসি অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড সিকিউরিটি বলা হয়, শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য, বিভিন্ন ধরনের বন্ডের প্রকারভেদ, নিমজ্জিত তহবিল, বন্ড ইনভেঞ্চার ইত্যাদি।
অষ্টম অধ্যায়
মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত: এই অধ্যায় থেকে কমপক্ষে দুটি অঙ্ক থাকে। এখানে পে-ব্যাক পিরিয়ড বা PBP থেকে সহজে অঙ্কের উত্তর দেওয়া যায়। এ ক্ষেত্রে সমান নগদ প্রবাহ ও মিশ্র নগদ প্রবাহ দুটি দিয়েই অঙ্ক আসতে পারে।
গড় আয়ের হার ARR, নিট
বর্তমান মূল্য (NPV) এবং আন্তআয় হার (আইআরআর) এ চারটি কৌশল দিয়ে সব সময় অঙ্ক থাকে। থিওরির জন্য স্বাধীন প্রকল্প, পরস্পর বর্ধনশীল প্রকল্প, মূলধন বরাদ্দকরণ, মূলধন বাজেটিং, পে-ব্যাক সময় ও গড় আয় হারের সীমাবদ্ধতা ইত্যাদি।
বিশেষ নির্দেশনা
অঙ্ক সমাধানের জন্য পে-ব্যাক, নিট বর্তমান আয় ও আন্তআয়ের হার পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই নগদ আন্তপ্রবাহ দিয়ে সমাধান করতে হবে। এ ক্ষেত্রে নগদ আন্তপ্রবাহ না থাকলে বের করে নিতে হবে। আর গড় আয়ের হার নির্ণয়ের ক্ষেত্রে নিট মুনাফা থাকলেও হবে, না থাকলে বের করে নিতে হবে।
নবম অধ্যায়
ঝুঁকি ও মুনাফার হার: থিওরির জন্য ঝুঁকির প্রকারভেদ ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এই অধ্যায় থেকে দুটি অঙ্ক আসতে পারে, সে ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি নির্ণয়। বিভেদাঙ্ক, পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও আয়, CAPM মডেলের মাধ্যমে পত্যাশিত আয় নির্ণয়।
লেখক: মোহাম্মদ মাজেদুল হক খান, সহযোগী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ।
প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে ভালো ফল অর্জনে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে ভালো নম্বর অর্জনের ক্ষেত্রে অবশ্যই প্রথম পত্রকে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা প্রথম পত্রটি অঙ্কনির্ভর। সুতরাং অধ্যায়ভিত্তিক সূত্রগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারলে ভালো নম্বর পাওয়া যাবে। ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঁচটি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায়টি থিওরিভিত্তিক এবং অন্য অধ্যায়গুলো অঙ্কনির্ভর।
প্রথম অধ্যায়
এই অধ্যায় থেকে যে বিষয়গুলোর ওপর জোর দিতে হবে তা হলো—অর্থায়নের প্রকারভেদ, অর্থায়নের নীতিমালা ও অর্থায়নের লক্ষ্য। টপিকগুলো বিশেষ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে হবে। তা ছাড়া বহুনির্বাচনি প্রশ্নের জন্য অর্থায়নের ক্রমবিকাশ ভালোভাবে দেখতে হবে।
তৃতীয় অধ্যায়
অর্থের সময় মূল্য: এই অধ্যায় থেকে সব সময় অঙ্ক থাকে। সে ক্ষেত্রে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, মিশ্র নগদ প্রবাহ, অ্যানুইটির বর্তমান ও ভবিষ্যৎ মূল্য, প্রকৃত সুদের হার, সুদের হার নির্ণয় প্রক্রিয়া ও ঋণ পরিশোধ সূচি—এই টপিকগুলোয় অঙ্ক থাকে। থিওরির জন্য নামিক সুদ, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, বাট্টাকরণ, চক্রবৃদ্ধিকরণ অগ্রিম বার্ষিক বৃত্তি, সাধারণ বার্ষিক বৃত্তি ‘Rule-72’, ‘Rule-69’ ইত্যাদি।
ষষ্ঠ অধ্যায়
দীর্ঘমেয়াদি অর্থায়ন: এই অধ্যায় থেকে তুলনামূলকভাবে সহজে গাণিতিক প্রশ্নের উত্তর দেওয়া যায়। তাই এই অধ্যায়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। তা ছাড়া থিওরি দিয়েও সৃজনশীল প্রশ্ন হতে পারে। অঙ্কনির্ভর যেসব টপিক থেকে প্রশ্ন থাকে, তা হলো বন্ডের মূল্য নির্ধারণ। সে ক্ষেত্রে কুপন বন্ড বা পরিশোধ বন্ডের মূল্য নির্ধারণ, জিরো কুপন বন্ডের মূল্য নির্ধারণ এবং চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ধারণ। বন্ড হতে প্রাপ্তি: মেয়াদপূর্তিতে বন্ডের আয়ের হার নির্ণয়; তলব সময় পর্যন্ত আয়ের হার বা ইল্ড টু কল এবং চলতি ইল্ড।
থিওরির জন্য: বিএসইসি অগ্রাধিকার শেয়ারকে কেন হাইব্রিড সিকিউরিটি বলা হয়, শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য, বিভিন্ন ধরনের বন্ডের প্রকারভেদ, নিমজ্জিত তহবিল, বন্ড ইনভেঞ্চার ইত্যাদি।
অষ্টম অধ্যায়
মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত: এই অধ্যায় থেকে কমপক্ষে দুটি অঙ্ক থাকে। এখানে পে-ব্যাক পিরিয়ড বা PBP থেকে সহজে অঙ্কের উত্তর দেওয়া যায়। এ ক্ষেত্রে সমান নগদ প্রবাহ ও মিশ্র নগদ প্রবাহ দুটি দিয়েই অঙ্ক আসতে পারে।
গড় আয়ের হার ARR, নিট
বর্তমান মূল্য (NPV) এবং আন্তআয় হার (আইআরআর) এ চারটি কৌশল দিয়ে সব সময় অঙ্ক থাকে। থিওরির জন্য স্বাধীন প্রকল্প, পরস্পর বর্ধনশীল প্রকল্প, মূলধন বরাদ্দকরণ, মূলধন বাজেটিং, পে-ব্যাক সময় ও গড় আয় হারের সীমাবদ্ধতা ইত্যাদি।
বিশেষ নির্দেশনা
অঙ্ক সমাধানের জন্য পে-ব্যাক, নিট বর্তমান আয় ও আন্তআয়ের হার পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই নগদ আন্তপ্রবাহ দিয়ে সমাধান করতে হবে। এ ক্ষেত্রে নগদ আন্তপ্রবাহ না থাকলে বের করে নিতে হবে। আর গড় আয়ের হার নির্ণয়ের ক্ষেত্রে নিট মুনাফা থাকলেও হবে, না থাকলে বের করে নিতে হবে।
নবম অধ্যায়
ঝুঁকি ও মুনাফার হার: থিওরির জন্য ঝুঁকির প্রকারভেদ ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এই অধ্যায় থেকে দুটি অঙ্ক আসতে পারে, সে ক্ষেত্রে আদর্শ বিচ্যুতি নির্ণয়। বিভেদাঙ্ক, পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও আয়, CAPM মডেলের মাধ্যমে পত্যাশিত আয় নির্ণয়।
লেখক: মোহাম্মদ মাজেদুল হক খান, সহযোগী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ।
প্রতিবছরই প্রায় সমানসংখ্যক নারী ও পুরুষ শিক্ষার্থী ভর্তি করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তবে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে পুরুষ প্রার্থীর তুলনায় নারী প্রার্থীর সংখ্যা অনেক কম।
১ ঘণ্টা আগেজাপানে টোকিও গ্লোবাল পার্টনার বৃত্তি ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় দেশটির টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট প্রচারণামূলক বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার (২২ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া
১৫ ঘণ্টা আগেমিথ্যা প্রচারণা না চালিয়ে রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে প্রতিপক্ষকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডাকসু নির্বাচনে দলটির ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান। আজ শুক্রবার শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়কালে এ কথা
১৭ ঘণ্টা আগে