Ajker Patrika

১৬ শিশুকে যৌন নিপীড়নের দায়ে ৬৯০ বছরের কারাদণ্ডের মুখে মার্কিন বেবিসিটার 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০: ১৬
১৬ শিশুকে যৌন নিপীড়নের দায়ে ৬৯০ বছরের কারাদণ্ডের মুখে মার্কিন বেবিসিটার 

১৬ ছেলে শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুক্তরাষ্ট্রের এক বেবিসিটার দোষী সাব্যস্ত হয়েছেন। ম্যাথিউ জাকারজেউস্কি নামে ৩৪ বছর বয়সী এই ব্যক্তির সর্বোচ্চ ৬৯০ বছরের কারাদণ্ড হতে পারে।

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের তথ্য অনুসারে, ১৬ ছেলে শিশুকে যৌন নিগ্রহ এবং আরেকজন অপ্রাপ্তবয়স্ককে পর্নোগ্রাফি দেখানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে অরেঞ্জ কাউন্টির কোস্টা মেসা শহরের বাসিন্দা এই যুবককে।

ম্যাথিউ জাকারজেউস্কির বিরুদ্ধে ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। তিনি সব কটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিৎজার বলেন, ‘একজন বেবিসিটারের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে অকল্পনীয় নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছিল এই অল্পবয়সী ছেলেরা।’

তিনি আরও বলেন, ‘এই বাচ্চাদের পিতামাতারা ভেবেছিলেন যে তাঁরা তাঁদের সন্তানদের জন্য বিশ্বস্ত ও যত্নশীল কাউকে নিয়োগ দিয়েছেন। পারিবারিক ছুটি কিংবা অন্য কোনো প্রয়োজনে তাঁরা বাচ্চাকে ঘরে রেখে যেতেন এই বেবিসিটারের ভরসায়। আর তাঁদের অজান্তেই ঘরে ঢুকত এক দানব। এই শিশুরা যে তাদের নির্যাতনকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে তাতে আমি সম্ভব গর্বিত।’

দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে বিভিন্ন পরিবারের জন্য একজন পুরুষ আয়া হিসেবে কাজ করেছেন জাকারজেউস্কি। অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তথ্যমতে, তিনি তাঁর ওয়েবসাইটে জানিয়েছেন যে অনেক ধরনের সেবাই তিনি দিয়ে থাকেন। পরামর্শদাতা থেকে শুরু করে বড় ভাইয়ের সম্পর্ক গড়ে তোলা, ছুটির সময়ে এবং সারা রাত শিশুকে দেখাশোনার সেবা তিনি দিয়ে থাকেন।

২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১৭ মের মধ্যে জাকারজেউস্কি এই অপরাধগুলো করেন বলে জানায় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়। আগামী ১৭ নভেম্বর তাঁর সাজা ঘোষণা করা হবে। অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট কার্যালয় বলেছে, জাকারজেউস্কির সর্বোচ্চ ৬৯০ বছরের কারাদণ্ড হতে পারে।

২০১৯ সালের মে মাসে জাকারজেউস্কির দ্বারা সংঘটিত যৌন নিপীড়নের ঘটনা প্রথমবারের মতো প্রকাশ পায়। লেগুনা বিচের এক দম্পতি তখন পুলিশের কাছে জানায় যে বেবিসিটার জাকারজেউস্কি তাঁদের আট বছরের ছেলেকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছে। 

জাকারজেউস্কির অধীনে থাকা অন্য শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শুরু করে লস অ্যাঞ্জেলেস শহরে জাকারজেউস্কির নিপীড়নের শিকার সাত বছর বয়সী এক শিশুসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে আরও ১০ ছেলেশিশুকে খুঁজে পায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত