Ajker Patrika

এসপি অফিসে ছুরিসহ প্রবেশকারী যুবকের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
এসপি অফিসে ছুরিসহ প্রবেশকারী যুবকের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে ধারালো অস্ত্রসহ (ছুরি) প্রবেশকারী মো. জাহাঙ্গীর আলম কিবরিয়া নামের যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ (২য়) আদালতের বিচারক মোহাম্মদ দিদার হোসাইন এ রায় দেন।

রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ নভেম্বর জাহাঙ্গীর আলম কিবরিয়া একটি ধারালো ছুরি নিয়ে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তাকে তল্লাশি করে সেই ছুরি উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাঁকে সাজা প্রদান করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত