Ajker Patrika

নৌপথে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৯: ১০
নৌপথে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং

সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশ উপজেলার নৌপথগুলোতে চাঁদাবাজদের বিরুদ্ধে মাইকিং করেছে। এ সময় চাঁদাবাজদের দেশ ও জাতির শত্রু উল্লেখ করে নৌপথে চাঁদাবাজদের ধরিয়ে দিতে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে মাইকিং করা হয়। 

আজ শনিবার বিকেলে উপজেলার মধ্যনগর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী ও উবদাখালী নদীতে এই মাইকিং করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকা থেকে বালু, পাথর ও মালবাহী ইঞ্জিনচালিত ট্রলারের মধ্যনগর বাজারের পাশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়া-আসা বৃদ্ধি পেয়েছে। তাই স্থানীয় কোনো চক্র ওই সব চলমান নৌযান থেকে যেন চাঁদাবাজির পাঁয়তারা না চালায়, তার আগাম বার্তা হিসেবে মধ্যনগর থানা-পুলিশ এই উদ্যোগ নিয়েছে। মধ্যনগর থানা-পুলিশের হস্তক্ষেপে অতীতেও এই পথে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার থানা এলাকায় নৌপথে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। তাই নদীগুলোতে মাইকিং করে চাঁদাবাজদের অবৈধ চাঁদাবাজির পাঁয়তারা বন্ধে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত