Ajker Patrika

কমলগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ 

আপডেট : ১৮ মে ২০২৩, ১৩: ০৯
কমলগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ 

মৌলভীবাজারের কমলগঞ্জের ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. হানিফ (৫৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা পর অভিযুক্তকে গ্রেপ্তারর করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে স্থানীয় একটি চা-বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার দিকে স্কুলপড়ুয়া ওই শিশুটি পার্শ্ববর্তী বাড়িতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আসামি মো. হানিফ তাকে লিচু ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাগানের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি জানালে কমলগঞ্জ থানায় রাত ৯টায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আসামি হানিফকে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে রাত সাড়ে ১০টায় গ্রেপ্তার করে।

শিশুটির চাচা জানান, বর্তমানে শিশুটি মৌলভীবাজারে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) অনিক রঞ্জন দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মো. হানিফকে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্টেশনে গিয়ে চট্টগ্রামের টিকিট কেটে পালিয়ে যেতে চেয়েছিলেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত