Ajker Patrika

জাদুকাটায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
জাদুকাটায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা নদীর নির্ধারিত সীমার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি বালুভর্তি নৌকাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। 

এসিল্যান্ড মো. আলাউদ্দিন জানান, জাদুকাটা নদীর বালু মহালের নির্ধারিত সীমার বাইরে অননুমোদিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি নৌকাকে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' এর আওতায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত