Ajker Patrika

জৈন্তাপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৩, ১৫: ১৫
জৈন্তাপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুরে ঘরের বারান্দার বেড়া নির্মাণকে কেন্দ্রে করে ছেলের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আজ রোববার অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তি হলেন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামের সাধু পাত্র (৬০)। গ্রেপ্তার হয়েছেন তাঁরই ছেলে চৈতন্য পাত্র (২২)।

পুলিশ বলছে, গতকাল শনিবার দিবাগত রাত ৮টায় ঘরের বারান্দার বেড়া নির্মাণ করা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে ছেলে বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এলাকাবাসী ঘটনা দেখতে পেয়ে আহত অবস্থায় সাধুপত্রকে উদ্ধার করে সিলেট এম এ  জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে কালেশ্বর চিকনাগুল পাহাড় থেকে অভিযুক্ত চৈতন্য পাত্রকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে রাতেই পুলিশ রাতভর কালেশ্বর চিকনাগুল পাহাড়ে অভিযান পরিচালনা করে চৈতন্য পাত্রকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত