Ajker Patrika

চুনারুঘাটে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে 

হবিগঞ্জের চুনারুঘাটে বিয়ের আশ্বাস দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গতকাল রোববার রাতে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ঝুমু সরকার এ নির্দেশ দেন। 

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম—শিবলু মিয়া। তিনি সিলেটে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 

মামলা সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে একই গ্রামের পুলিশ কনস্টেবল শিবলু মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের জেরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আনুষ্ঠানিকভাবে বিয়ের আশ্বাস দিয়ে গর্ভপাত ঘটান অভিযুক্ত শিবলু। 

সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি শিবলু ভুক্তভোগীকে নিয়ে সিলেটের একটি হোটেলে শারীরিক সম্পর্কে জড়ান। এরপর থেকে বিয়ের বিষয়ে টালবাহানা করতে শুরু করেন। পরে গত শুক্রবার রাতে ভুক্তভোগী ধর্ষণের অভিযোগে চুনারুঘাট থানায় মামলা করেন। 

পুলিশ বলছে, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুনারুঘাট থানা-পুলিশ রোববার বিকেলে অভিযুক্ত শিবলু সিলেট থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে হবিগঞ্জ আদালতে তোলা হলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
 
এ বিষয়ে-চুনারুঘাট মাধবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পরে সেটিকে মামলা হিসেবে রুজু করা হয়। এরপর রোববার শিবলুকে সিলেট থেকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত