Ajker Patrika

জগন্নাথপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ১৪: ৪২
জগন্নাথপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ সৈয়দ জামালের মৃত্যুর ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

আজ সোমবার নিহতের ভাই সৈয়দ হোসাইন মিয়া বাদী হয়ে সৈয়দপুর-শাহারপাড়ার ইউপি চেয়ারম্যান আবুল হাসানসহ পাঁচজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এদিকে এ বিষয়ে জানতে সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক সমর্থক জানান, ঘটনার সময় চেয়ারম্যান সিলেটে ছিলেন। তাঁকে প্রতিহিংসামূলক আসামি করা হয়েছে। 

উপজেলার সৈয়দপুর গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার সঙ্গে সৈয়দ হোসাইন আহমেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দ আলমগীর হোসেনের লোকজনের ছোড়া গুলিতে সৈয়দ জামাল (৪৫), সৈয়দ গফর আহমেদ শিপু (২৮), সৈয়দ সেলু মিয়া (৫৫), সৈয়দ হোসাইন মিয়া (৩০), সৈয়দ আনহার মিয়া (৬০), সৈয়দ আমিন মিয়া (৬৫) গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে সৈয়দ জামালের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত